VIVO Pro Kabaddi League 2018: প্রো কাবাডি লিগ- কে কোন দলে চোখ বুলিয়ে নিন

VIVO Pro Kabaddi League, PKL 2018 Season 6 : এর আগের বার চাপের মুখে ভেঙে পড়েছিল প্রায় সব দলই। এবারের নিলামে ১ কোটি ১৫ লক্ষ টাকা দিয়ে মনু গোয়েটকে কেনা হয়েছে।

VIVO Pro Kabaddi League, PKL 2018 Season 6 : এর আগের বার চাপের মুখে ভেঙে পড়েছিল প্রায় সব দলই। এবারের নিলামে ১ কোটি ১৫ লক্ষ টাকা দিয়ে মনু গোয়েটকে কেনা হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

VIVO Pro Kabaddi League Season 6: কাবাডি লিগের ঢাকে কাঠি

VIVO Pro Kabaddi League 2018: আবার প্রো কাবাডি। এবার খেলা চেন্নাইয়ে। ফলে তারাই ফোভারিট বলে মনে করা হচ্ছে। এর আগের বার চাপের মুখে ভেঙে পড়েছিল প্রায় সব দলই। এবারের নিলামে ১ কোটি ১৫ লক্ষ টাকা দিয়ে মনু গোয়েটকে কেনা হয়েছে।

Advertisment

১ কোটির ক্লাবে রয়েছেন আরও পাঁচজন। তাঁরা হলেন রাহুল চৌধরি, নীতিন তোমর এবং ইরানের ফজল আটরাচেলি। খেলা শুরু আগে দেখে নেওয়া যাক কাবাডি লিগের দলগুলির দিকে।

PKL 2018, VIVO Pro Kabaddi League Season 6 Schedule, Teams, Players List, Time Table, Squad and Match List

Bengal Warriors Full Team 

Advertisment

রান সিং, জাং কুন লী, জিয়াউর রহমান, শ্রীকান্ত তেওথিয়া, মহেশ গৌড়, ভিজিন থাংদুরাই, ভুপেন্দর সিং, ভিট্টল মোটি, অমিত কুমার, রাকেশ নারওয়াল, অমিত নাগার, আশিস ছোকর, মনোজ ধুল।

আগের বারের দল থেকে রয়েছেন

সুরজিৎ সিং, মণিন্দর সিং, রবীন্দ্র রমেশ কুমাওয়াট, অমরেশ মণ্ডল

এফকেএইচ – মিতিন কুমার

Bengaluru Bulls Full Team

পবন কুমার, মহেন্দর সিং, কাশিলিং আডাকে, জসমের সিং গুলিয়া, রাজু লাল চৌধরি, ডং জু হং, গুয়াং তাই কিম, সন্দীপ, জওহর বিবেক, মহেশ মূর্তি মাগডুম, মহেন্দ্র সিং ঢাকা, নীতিশ বিআর, অনিল, আনন্দ ভি, রোহিত

আগের বারের দল থেকে রয়েছেন রোহিত কুমার

এফ কে এইচ- হরিশ নায়েক, অমিত শেরোয়ান, সুমিত সিং

Dabang Delhi Full Team

চন্দন রঞ্জিত, বিশাল মানে, বিরাজ লাংড়ে, পবন কুমার, রবীন্দর পাহাল, রাজেশ নারওয়াল, শবীর বাপু, সিদ্ধার্থ, খোমসন থোংখাম, অনিল কুমার, কমল কিশোর জাট, যোগেশ হুড়া, যোগেন্দর নারওয়াল, সৎপল নারওয়াল

আগের বারের দল থেকে রয়েছেন মীরাজ শেখ, তুষার বলরাম ভৈর, তাপস পাল, বিশাল

এফ কে এইচ- নবীন কুমার

Gujarat Fortunegiants Full Team

কে প্রপঞ্জন, পরবেশ ভৈঁসাল, ঋতুরাজ কোরাভি, অজয় কুমার, ডং গিওন লী, হাড়ি অশতোরাক, শুভম পালকার, অমিত শর্মা, ধর্মেন্দর

আগের বারের দল থেকে রয়েছেন শচীন, সুনীল কুমার, সহেন্দর রাজপুত

এফ কে এইচ- ললিত চৌধরি, বিক্রম কাণ্ডোলা, অনিল

Haryana Steelers Full Team 

মনু গোয়াট, সুরেন্দ্র নাডা, বিকাশ খাণ্ডোলা, ওয়াজির সিং, মহম্মদ জাকির হোসেন, প্যাট্রিক জাউ মুভাই

আগের বারের দল থেকে রয়েছেন কুলদীপ সিং, ময়ূর শিভতারকর, নীরজ কুমার, বিকাশ

এফ কে এইচ- অরুণ কুমার

Jaipur Pink Panthers Full Team

দীপক নিবাস হুড়া, সন্দীপ ধুল, মোহিত চিল্লার, অনুপ কুমার, কে সেলভামণি, বাজিরাও হোড়াগে, চ্যাং কো, ডেভিড মোসাম্বায়ি, গঙ্গাধারী মল্লেশ, সুনীল সিদ্ধাগাবালি, আনন্দ পাটিল, শিব রামকৃষ্ণ, ব্রিজেন্দ্র সিং চৌধরি,

এফ কে এইচ- লোকেশ কৌশিক

Patna Pirates Full Team

দীপক নারওয়াল, বিকাশ কালে, কুলদীপ সিং, মনজিৎ, তুষার পাটিল, সুরেন্দর সিং, টেইডক ইয়ম, হুনিল পার্ক, জে মিন লী, বিকাশ জাগলান, বিজয় কুমার, রবীন্দর কুমার

আগের বারের দল থেকে রয়েছেন প্রদীপ নারওয়াল, দওহর দুগ্গার, মণীশ কুমার

এফ কে এইচ- প্রবীণ বীরওয়াল, অরবিন্দ কুমার, বিজয়

Puneri Paltan Full Team

নীতিন তোমর, বিনোদ কুমার, সঞ্জয় শ্রেষ্ঠ, পরবেশ, অক্ষয় যাদব, বজরং, টাকামিৎসু কোনো

আগের বারের দল থেকে রয়েছেন সন্দীপ নারওয়াল, রাজেশ মণ্ডল, মোরে জিবি, গিরীশ মারুতি এর্নক, বিকাশ ক্ষত্রী, রিংকু নারওয়াল, মনু

এফ কে এইচ- অমিত কুমার

Tamil Thalaivas Full Team

সুকেশ হেগড়ে, দর্শন জে, মনজিত চিল্লার, জসবীর সিং, কে জয়াসিলন, অতুল এমএস, চান সিক পার্ক, অনিল শর্মা, অভিনন্দন চাণ্ডেল, ডি গোপু, বিমল রাজ, জে মিন লী

আগের বারের দল থেকে রয়েছেন অজয় ঠাকুর, অমিত হুড়া, সি অরুণ, ডি প্রতাপ

এফ কে এইচ- রজনীশ

Telugu Titans Full Team

রাহুল চৌধরি, আবোজার মোহাজেরমিগানি, ফারহাদ রহিমি মিলাঘারদান, রাকেশ সিং কুমার, মনোজ কুমার, সংকেত চবণ, মহেন্দর রেড্ডি

আগের বারের দল থেকে রয়েছেন নীলেশ সালুঙ্কে, মোহাসেন মাঘসৌদলুজাফারি, বিশাব ভরদ্বাজ, রক্ষিত, সোমবীর

এফ কে এইচ- কমল সিং, অঙ্কিত বেনিওয়াল, আনন্দ

UP Yoddha Full Team

রিশঙ্ক দেবডিগা, প্রশান্ত কুমার রাই, জীবা কুমার, শ্রীকান্ত যাদব, শচীন কুমার, দর্শন কাডিয়ান, সিয়ং রেওল কিম, সুলেমান কবীর, নরেন্দর, রোহিত কুমার চৌধরি, অমিত, ভানু প্রতাপ তোমর

আগের বারের দল থেকে রয়েছেন পঙ্কজ, নীতিশ কুমার

এফ কে এইচ- আজাদ সিং, আক্রম শেখ

U Mumba Full Team

ফজল আত্রাচালি, ধর্মরাজন চেরেলতান, অভিষেক সিং, সিদ্ধার্থ দেশাই, বিনোদ কুমার, আবোফজস মাঘাসোলুমাহালি, আর শ্রীরাম, রোহিত বালিয়াঁ, হাড়ি ঠাজিক, আদিনাথ গাবালি

ইংরেজিতে পুরো খবর পড়ার জন্য এখানে ক্লিক করুন