Advertisment

Virat Kohli: আচমকাই থুতু দিয়েছিলেন কোহলি! বিরাটের বদনাম করে বিস্ফোরক অভিযোগ কিংবদন্তি তারকার

India vs South Africa, Virat Kohli vs Dean Elger: ডিন এলগার স্বপ্নের ফেয়ারওয়েল পেয়েছেন টিম ইন্ডিয়ার তরফ থেকে। কেপটাউন টেস্টে আউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়ার তরফে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল। কোহলির তরফেও শ্রদ্ধার ডালি উপুড় করা হয়েছিল।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virat Kohli, Kohli news

Virat Kohli Team India: আগ্রাসী কোহলি প্রতিপক্ষের দুঃস্বপ্ন (টুইটার)

India vs South Africa: কোহলির আগ্রাসন ক্রিকেট বিশ্বে বহু আলোচনার জন্ম দিয়েছে। ব্যাট হাতে হোক বা ফিল্ডিং করার সময়ে কোহলি সবসময় প্রতিপক্ষের আতঙ্ক। আর আগ্রাসী কোহলির সঙ্গে বহুবার বহু তারকার বিবাদ ক্রিকেট দুনিয়ায় ঝড় তুলে দিয়েছে। জনসন থেকে নভিন উল হক বা গৌতম গম্ভীর, সূর্যকুমার যাদব- কোহলির রোষানলে পড়েছেন দেশি-বিদেশি তারকারা।

Advertisment

এবার কোহলির অজানা তথ্য ফাঁস করলেন দক্ষিণ আফ্রিকান তারকা ডিন এলগার। ভারত সিরিজেই অবসর নিয়েছেন এলগার। দক্ষিণ আফ্রিকান প্রাক্তন অধিনায়ক 'ব্যান্টার উইথ দ্য বয়েজ' পডকাস্টে বলেছেন, ২০১৫-এ কোহলি কীভাবে তাঁর অশ্রাব্য গালিগালাজ শুধু নয়, তাঁকে থুতুও ছিটিয়েছিলেন।

"ওখানকার উইকেট পুরোপুরি ফালতু। ওই সারফেসে অশ্বিন, আর ওঁর নাম কী যেন জেজা, জেজা (জাদেজা), ওঁদের বিপক্ষে ক্রিজ আগলে খেলছিলাম। আর কোহলি আমার দিকে থুতু ছেটানোর ভঙ্গি করছিল। আমি ওঁকে বললাম, তুমি থুতু ছেটালে আমি তোমাকে **** (গালাগালি)। পাল্টা ও আমাকে স্থানীয় এক গালি দিল।"

আরও পড়ুন: হারের পরেই চরমতম ধাক্কা টিম ইন্ডিয়ার! ১ নম্বর তারকাকেই হারাতে চলেছেন রোহিত শর্মারা

সেই পডকাস্টে কোহলির সঙ্গে এবি ডিভিলিয়ার্সের সখ্যর কথাও উল্লেখ করেছেন। বলেছেন, "আরসিবিতে ও এবি ডিভিলিয়ার্সের সতীর্থ হওয়ার সূত্রে দুজনের বন্ধুত্ব রয়েছে। ও সেটা বুঝতে পেরেছিল। আমি ওঁকে বললাম, তুমি এরকমটা করলে আমি * করব। মাঠেই দেব। তারপর ও বলল, তুমি ভুল জায়গায় পাঙ্গা নিয়েছ। আমরা কিন্তু এখন ভারতে রয়েছি। সাবধানে থেকো।"

ঘটনাচক্রে, ডিন এলগার স্বপ্নের ফেয়ারওয়েল পেয়েছেন টিম ইন্ডিয়ার তরফ থেকে। কেপটাউন টেস্টে আউট হয়ে যাওয়ার পর টিম ইন্ডিয়ার তরফে গার্ড অফ অনার দেওয়া হয়েছিল। কোহলির তরফেও শ্রদ্ধার ডালি উপুড় করা হয়েছিল। আলিঙ্গন তো বটেই ডিন এলগারের সঙ্গে ম্যাচের পরেই সাক্ষাৎ করে নিজের সই সম্বলিত জার্সি তুলে দিয়েছিলেন কোহলি।

তবে অবসরের সেই সুখের মুহূর্ত কাটতে না কাটতেই বিতর্ক হাজির করলেন এলগার।

Virat Kohli South Africa Indian Cricket Team Indian Team South Africa Cricket Team
Advertisment