Advertisment

ইতিহাস গড়া থেকে একধাপ দূরে মেসি! রেকর্ডের স্তূপে নতুন শৃঙ্গের পথে মহানায়ক

নতুন শৃঙ্গ দখল করা থেকে মাত্র ১ গোলে পিছিয়ে মেসি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

আর মাত্র একটা গোল। তারপরেই রোনাল্ডোর পর দ্বিতীয় ফুটবলার হিসাবে কেরিয়ারে ৮০০ গোলের মাইলফলক ছুঁয়ে ফেলবেন লিওনেল মেসি। শনিবার পিএসজির জার্সিতে ন্যান্তেসের বিপক্ষে ৭৯৯ তম গোল করলেন মহাতারকা। বৃহস্পতিবার বায়ার্ন মিউনিখের বিরুদ্ধে ফিরতি লেগে খেলতে নামছে পিএসজি। সেই ম্যাচেই ৮০০ গোল করে ফেলতে পারেন মেসি। ঐতিহাসিক এলিয়াঞ্জ এরেনায়।

Advertisment

১৯ বছর আগে সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটেছিল মেসির। তারপর অবিশ্বাস্য গতিতে একের পর এক ট্রফি জিতেছেন মহাতারকা। ২০১৩/১৪ সিজন এবং ২০১৯/২০ সিজনে একমাত্র মেসির কেরিয়ারে ট্রফি ঢোকেনি। বার্সেলোনার ১২৩ বছরের সুদীর্ঘ ইতিহাসে মেসির মত এত ট্রফি কেউ জেতেননি। কাতালান জায়ান্টসদের হয়ে ১০টি লা লিগা, আটটা সুপার কাপ, সাতটা কোপা দেল রে এবং চারটে চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

আরও পড়ুন: বার্সায় মেসির যে কীর্তি, সেই রেকর্ড এবার PSG-তে এমবাপের! মহাতারকার সামনেই ইতিহাস ফরাসি সুপারস্টারের

সাতবার ব্যালন ডি'অর জিতেছেন। যা রোনাল্ডোর থেকেও দু-বার বেশি। কোনও ফুটবলার পুরুষ অথবা মহিলা হোক, তিনবারের বেশি এই মহার্ঘ্য খেতাব জিততে পারেননি।

এছাড়াও বিশ্বের প্ৰথম ফুটবলার হিসাবে দুটো আলাদা আলাদা বিশ্বকাপের সংস্করণে গোল্ডেন বল পুরস্কার পেয়েছেন। ২০১৪-য় আর্জেন্টিনা রানার্স হলেও মেসি গোল্ডেন বল জেতেন। তারপর গত বছর দেশকে তৃতীয়বারের মত বিশ্বকাপ চ্যাম্পিয়ন করে সোনার বলের মালিক হন মহানায়ক। লা লিগায় মেসির মোট গোলের সংখ্যা ৪৭৪টি। এত গোল আর কোনও ফুটবলার করতে পারেননি। এছাড়াও লা লিগায় সবথেকে বেশি এসিস্টও তাঁর নামের পাশে- ১৯২টি।

Read the full article in ENGLISH

Lionel Messi leo messi PSG Barcelona Argentina
Advertisment