বুধবারের ম্যাচে মেসি গোল পেলেন। মন্তেপ্যেয়ের বিপক্ষে এমবাপে জোড়া পেনাল্টি মিস করলেন। ঘটনাবহুল ম্যাচে শেষ পর্যন্ত পিএসজি ৩-১ গোলে জয় পেল। ২১ মিনিটেই বাঁ পায়ের হাঁটু ধরে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন তারকা। তার আগে জোড়া পেনাল্টি মিস করেন। রিবাউন্ড থেকে ধেয়ে আসা বলও জালে জড়াতে পারেননি।
এমবাপের চোট কতটা গুরুতর, তা এখনও স্পষ্ট না। টিভি ক্যামেরায় দেখা গিয়েছে মাঠ থেকে ড্রেসিংরুমে ফেরার সময় বাঁ পায়ের উরু হালকা ম্যাসাজ করতে।
আরও পড়ুন: রোনাল্ডোর রিয়েল মাদ্রিদ-বন্ধু, মেসির PSG সতীর্থ! আল নাসের সই করাচ্ছে বিশ্বকাপজয়ী সুপারস্টারকে
ম্যাচের পরে কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের সম্প্রচারকারী ক্যানাল প্লাস চ্যানেলে বলে যান, "হাঁটুর পিছনে চোট পেয়েছে এমবাপে।" পরে আবার পিএসজি বস বলে দেন, এমবাপের চোট মোটেই গুরুতর নয়। "এটা চোট নাকি কালশিটে দাগ, সেটা আমরা এখনও জানি না। তাছাড়া ওঁর মাসলেও যন্ত্রণা হচ্ছিল। খুব একটা গুরুতর মোটেই মনে হচ্ছে না। আমরা এই নিয়ে খুব একটা বেশি চিন্তিত নই। টানা ম্যাচ খেলতে হবে, তাই ওঁকে নিয়ে আমরা কোনওরকম ঝুঁকি নিচ্ছি না।"
মেসির প্রশংসাও শোনা গিয়েছে গ্যালতিয়েরের গলায়। বলে দিয়েছেন, "আমরা সুসংহতভাবে মাঝমাঠ অপারেট করতে চাইছি। তাই মেসিকে।নির্দিষ্ট জোনে আবদ্ধ রাখার বদলে ফ্রি খেলাতে চাই।নিজের নিয়মিত সেরা ছন্দেই রয়েছে ও। সদ্য বিশ্বকাপ জিতে এসেছে। তাই ক্লান্তি গ্রাস করা স্বাভাবিক। রেইমস ম্যাচ কঠিন ছিল। তবে ও-ও তো মানুষ। লিও, দলের পারফরম্যান্সে আমি খুশি। একটা বোকা বোকা গোল হজম করে সত্ত্বেও আমরা তিনটে গোল দিয়েছি।"
আরও পড়ুন: রোনাল্ডোকে ধসিয়ে ইউরোপ সেরার মুকুট মেসির মাথাতেই! PSG জিততেই ধ্বংস CR7-এর রেকর্ড
ম্যাচে ৭ মিনিটের মাথাতেই পেনাল্টি পেয়ে যায় পিএসজি। মাঝমাঠে ফ্রিকিক আদায় করে নিয়েছিলেন মেসি। মেসির ফ্রিকিকের সময় রামোসকে বক্সের মধ্যে ফাউল করে বসেন হুলিয়েন।
সেই পেনাল্টি থেকে এমবাপের শট রুখে দেন মন্তেপেঁয়ি গোলরক্ষক বেঞ্জামিন লেকোমতে। তবে সেই শট সেভ করার সময় লেকোমতে নিজের লাইন ছেড়ে বেরিয়ে আসায় পেনাল্টি রি-টেক পায় পিএসজি। তবে দ্বিতীয়বারেও পেনাল্টি মিস করে বসেন এমবাপে। লেকোমতে এমবাপের দ্বিতীয় শটও বাঁচিয়ে দেন। রিবাউন্ড থেকে বল ফের আসে ফরাসি তারকার কাছে। তা সত্ত্বেও জালে জড়াতে পারেননি তিনি। সবমিলিয়ে লিগা ওয়ানে টানা চার ম্যাচে গোল পেলেন না এমবাপে।
৭২ মিনিটে দুর্ধর্ষ ফিনিশে মেসি দলকে ২-০ এগিয়ে দেন ফ্যাবিয়েন লুইজের পাস থেকে। যিনি আবার বিরতির পর পিএসজিকে প্ৰথম গোল এনে দিয়েছিলেন। প্রতিপক্ষের আর্নাউদ নর্দিন ৮৯ মিনিটে একটি গোলশোধ করেন। তবে পিএসজির হয়ে ৩-১ করে যান পরিবর্ত হিসাবে নামা ১৬ বছরের ওয়ারেন জাইরে এমেরি।
মার্চে ১৭-য় পা দিচ্ছেন এমেরি। পিএসজির সিনিয়র দলের হয়ে প্ৰথম গোল পাওয়ার পরে তিনি জানিয়েছেন, "ফার্স্ট ডিভিশন এটাই আমার প্রথম গোল। সেই গোল আবার সেলিব্রেট করলাম মেসির সঙ্গে। বিশ্বাসই হচ্ছে না।" তিনিই এখন পিএসজির জার্সিতে সর্বকনিষ্ঠ গোলদাতা।
Read the full article in ENGLISH