Advertisment

বাতিল এমবাপের দু-দুটো গোল! মেসি-নেইমার PSG-কে ঘরের মাঠে ঢুকে হারাল বায়ার্ন

বায়ার্নের কাছে হার বাঁচাতে পারল না পিএসজি

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পিএসজির দুঃস্বপ্নের ফর্ম অব্যাহত। নিজেদের ঘরের মাঠে এবার পিএসজি চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম রাউন্ডে হার হজম করল। কিংসলে কোমানের গোলে ১-০ গোলে জয় পেল বাভারিয়ান্সরা।

Advertisment

মেসি, নেইমারকে রেখেই প্ৰথম একাদশে সাজিয়েছিলেন কোচ গ্যালতিয়ের। পরে পরিবর্ত হিসাবে নামান এমবাপেকেও। ত্রয়ী সুপারস্টারও বুন্দেশলিগা জায়ান্টদের আটকাতে পারলেন না। পার্ক দ্যা প্রিন্সেস-এ অধিকাংশ সময়ই দাপট দেখিয়ে গেল বায়ার্ন। প্রথমার্ধে গোলশূন্য খেলা শেষ হয়েছিল। দ্বিতীয়ার্ধে ম্যাচের একমাত্র গোল করে যান কিংসলে কোমান।

ম্যাচে মেসি, নেইমার কাউকেই নিজেদের সেরা ছন্দে পাওয়া যায়নি। এমবাপে নামার পর পিএসজি আক্রমণে কিছুটা ঝাঁজ বাড়ে। এমবাপে দ্বিতীয়ার্ধে পরিবর্ত হিসাবে নেমে দুটো গোল করে যান। তবে দুটো গোলই অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। মেসিও ম্যাচে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিলেন। তবে বায়ার্ন ডিফেন্ডার বেঞ্জামিন প্যাভা দারুণভাবে ব্লক করে দেন সেই শট।

বায়ার্ন অবশ্য জিতেও স্বস্তিতে থাকল না। সংযোজিত সময়ে মার্চিং অর্ডার পেয়ে বেরিয়ে যেতে হয় বায়ার্নের ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন প্যাভাকে। ফিরতি রাউন্ডের ম্যাচে প্যাভাকে ছাড়াই নামতে হবে বাভারিয়ান্সদের।

কোচ ক্রিস্টোফ গ্যালতিয়ের আশাবাদী দ্বিতীয় রাউন্ডে ০-১ গোলের ব্যবধান মুছে এলিয়াঞ্জ এরেনায় জিতে কোয়ার্টার ফাইনালে পৌঁছতে পারবেন। বায়ার্ন মিউনিখ বস জুলিয়েন নাগেলসম্যান জানিয়েছেন, "প্রথম ২৫ মিনিট আমরা দুর্ধর্ষ খেলেছি। রাতের সেরা দলই জয় পেয়েছে। গুরুত্বপূর্ণ একটা জয় পেলাম। প্ৰথম থেকেই আমরা আগ্রাসন, আধিপত্য দেখিয়েছি। এমবাপে নামার পর পিএসজি ম্যাচে ফিরেছিল।"

Bayern Munich UEFA Champions League PSG Champions League
Advertisment