Advertisment

রেগে যেতে পারেন এমবাপে! ঝামেলা এড়াতে মেসিকে বিশ্বকাপ ট্রফি হাতে নামতে দিল না PSG

ইচ্ছাপূরণ হল না মেসির! ঝামেলা এড়াতে বিশ্বকাপ ট্রফি হাতে প্যারাডেতে সায় দিল না PSG

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

মেসির ইচ্ছা ছিল বিশ্বকাপ জয়ী ট্রফি, পদক হাতে পিএসজির ঘরের মাঠ পার্ক দ্য প্রিন্সেস-এ প্রদক্ষিণ করবেন। তবে মেসির প্যারেডে করার ইচ্ছায় জল ঢেলে দিল পিএসজি। মেসি ট্রফি হাতে মাঠে নামলে ফরাসি দর্শকরা ব্যঙ্গ বিদ্রুপ করতে পারেন, দলের ফরাসি ফুটবলাররাও অসন্তুষ্ট হতে পারেন। তাই ঝামেলা এড়াতে মেসিকে সরাসরি না করে দিল প্যারিসের ক্লাবটি। এমনটাই জানানো হয়েছে, গোল.কম-এর প্রতিবেদনে।

Advertisment

মেসি বিশ্বকাপের পর প্ৰথম ম্যাচে ক্লাবের জার্সিতে খেললেন বুধবার রাতে এঞ্জার্সের বিরুদ্ধে। যে ম্যাচে মেসি নিজে গোল করে, করিয়ে ফের একবার নায়ক। সেই ম্যাচে নামার আগে মেসি চেয়েছিলেন ক্লাবে প্রত্যাবর্তন স্মরণীয় করে রাখতে। বিশ্বকাপ জয়ের ট্রফি-পদক হাতে মাঠে নেমে।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপেও ৩৯-এর মেসি! অবসর গুঞ্জন থামিয়ে বিরাট সুখবর বিশ্বজয়ী কোচ স্কালোনির

এমনিতে বিশ্বকাপ ফাইনালের পর আর্জেন্টিনা এবং ফ্রান্সের জাতীয় দলের সম্পর্ক যথেষ্ট খারাপ পর্যায়ে। এমিলিয়ানো মার্টিনেজ ট্রফি জয়ের পর খুল্লামখুল্লা অপমান করেছিলেন এমবাপেকে। প্ৰথমে ড্রেসিংরুমে কুরুচিকর গান গেয়ে। তারপরে বাসের মাথায় ট্রফি নিয়ে সেলিব্রেশনের সময় মার্টিনেজ এমবাপের পুতুল নিয়ে ব্যঙ্গ করেন। সেই সময়ে মেসি মার্টিনেজের পাশে দাঁড়িয়ে থাকলেও সতীর্থকে আটকাননি।

এমবাপেও বিশ্বকাপ ফাইনালে মেসির মুখের কাছে গিয়ে একাধিকবার গোলের উদযাপন করেছিলেন। ক্লাব সতীর্থকে মাঠের মধ্যে অপমান করতে ছাড়েননি মেসি। তারই পাল্টা দেন মার্টিনেজ।

আরও পড়ুন: থামানোই যাচ্ছে না মেসিকে! PSG-র হয়ে নেমেই গোল করে এমবাপেদের বোঝালেন কেন তিনি সর্বসেরা

পিএসজি ক্লাব সূত্রে খবর, মেসি ক্লাবে প্রত্যাবর্তন করার পর পিএসজির তরফে 'গার্ড অফ অনার' দেওয়া হয়েছিল। ক্লাবের তরফে মনে হয়েছে, কিংবদন্তির বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখার জন্য সেটুকুই যথেষ্ট।

মেসি ক্লাবে প্রত্যাবর্তন করার সময়েই এমবাপে ক্লাবের তরফে ছুটি নিয়ে নিউইয়র্কে চলে গিয়েছিলেন বন্ধু আচরাফ হাকিমিকে সঙ্গে নিয়ে। মেসিকে 'গার্ড অফ অনার' দেওয়ার সময় ছিলেন নে এমবাপে। মেসির ক্লাবে ফেরত আসার সময়েই এমবাপের অনুপস্থিতি নজর এড়ায়নি ফুটবল মহলের।

যাইহোক, মেসি বিশ্বকাপ জয়ের পর ছুটিতে থাকার সময় এমবাপে পিএসজিকে জেতাতে পারেননি। লেন্সের কাছে পিএসজি মরসুমের প্ৰথম হার হজম করেছিল ১-৩ ব্যবধানে। মেসি অবশ্য এমবাপেকে ছাড়াই দলকে দাপুটে জয় এনে দিলেন বুধবার রাতে। ক্লাব মেসির ইচ্ছাকে মর্যাদা না দিলেও মেসি দলকে জেতাতে কার্পণ্য করলেন না।

Lionel Messi FIFA World Cup Argentina leo messi FIFA World Cup. Football PSG Qatar World Cup 2022 Kylian Mbappe
Advertisment