scorecardresearch

কার্বন দিয়ে তৈরি মেসির পা! গোড়ালি ভাঙা টেকনিকে অবিশ্বাস্য গোলে অস্থির বিশ্ব, দেখুন ভিডিও

গোড়ালি-ভাঙা টেকনিকে মেসি হচকচিয়ে দিলেন বিশ্বকে, দেখুন ভিডিও

কার্বন দিয়ে তৈরি মেসির পা! গোড়ালি ভাঙা টেকনিকে অবিশ্বাস্য গোলে অস্থির বিশ্ব, দেখুন ভিডিও

অদ্ভুত সমস্ত ব্যাকরণ বহির্ভুত স্কিল দেখিয়ে দশকের ওর দশক মোহিত করেছেন ফুটবল বিশ্বকে। রবিবার লিলে ম্যাচের পর আবার মেসির সুপার-স্কিল আলোচনার কেন্দ্রে। লিলের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ৩-৩ গোলে ড্র করছিল পিএসজি। তবে ৯৫ মিনিটে মেসির দুর্ধর্ষ ফ্রিকিক গোলে জয়ের সন্ধান পেয়ে যায় প্যারিসের দলটি।

আর সেই জয়ের পরেই ভাইরাল মেসির ফ্রিকিক নেওয়ার ধরণ। ভাইরাল ভিডিওয় দেখা যাচ্ছে কার্যত গোড়ালি ভেঙে দুর্ধর্ষ ফ্রিকিকে গোল করে যাচ্ছেন মেসি। সংযোজিত সময়ে ফ্রিকিক পেয়েছিল পিএসজি। বক্সের ঠিক বাইরে থেকে মেসির বাঁ পায়ের শট গোলপোস্টে লেগে জালে জড়িয়ে যান। হতভম্ব লিলে গোলকিপার নাগাল-ই পাননি বলের। সেই ভিডিওতেই দেখা যাচ্ছে গোড়ালি যেন মচকে ফেলছেন মেসি।

সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পরেই তা ভাইরাল। সমর্থকরা প্রতিক্রিয়ায় বিস্ময় প্রকাশ করছেন। একজন নেটিজেন লিখেছেন, “আমার গোড়ালি হলে বহু আগেই ভেঙে দু-টুকরো হয়ে যেত।” অন্য এক টুইট ব্যবহারকারী লিখেছেন, “মেসির পা সাধারণদের মত নয়। এলিয়েনদের কাছ থেকে ধার করে খেলছেন তিনি। আমার মনে হয় মেসির পায়ে হাড়-ই নেই। অবিশ্বাস্য।” তৃতীয় ব্যক্তি লিখেছেন, “একমাত্র ঈশ্বরই জানেন, ও কীভাবে এরকম ফ্রিকিক নিতে পারে, গোড়ালি না মচকে।” অন্য একজনের বক্তব্য, “মেসির পা কার্বনে তৈরী।”

যাইহোক, মেসির সংযোজিত সময়ের গোল আরও একবার প্রবল সমস্যা থেকে বাঁচিয়ে দিল পিএসজিকে। ম্যাচের পর ম্যাচ হারতে হচ্ছিল পিএসজিকে। প্রথমে ফ্রেঞ্চ কাপে মার্সেইয়ির বিপক্ষে, তারপরে মোনাকোর কাছে লিগা ওয়ানে ১-৩’এ বিধ্বস্ত হতে হয়েছিল। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে ০-১ গোলে হেরে ফের লিগা ওয়ানে খেলতে নেমেছিল তারকা খচিত দল। সেখানেই শেষ মুহূর্তে ত্রাতা হয়ে দাঁড়ান মেসি।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Psg lionel messis ankle snapping free kick technique storms interview watch viral video