scorecardresearch

মেসি-এমবাপের PSG ত্যাগ রুখতে আদা-জল খেয়ে ‘মাঠে’ কাতারি মালিক খেলাইফি! শপথ নিলেন ধনকুবের

মেসি-এমবাপেকে নিয়ে বড়সড় ভাবনা পিএসজি মালিকের

মেসি-এমবাপের PSG ত্যাগ রুখতে আদা-জল খেয়ে ‘মাঠে’ কাতারি মালিক খেলাইফি! শপথ নিলেন ধনকুবের

লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে একসঙ্গে পরের সিজনেও পিএসজিতে খেলবে। দুজনের সার্ভিস পাওয়ার বিষয়ে আশাবাদী পিএসজি প্রেসিডেন্ট নাসের আল খেলাইফি। মেসি এবং এমবাপে দুই সুপারস্টারেরই প্যারিসের ক্লাবটিতে চুক্তি নবীকরণ হওয়ার সন্ধিক্ষণে। চলতি সিজনের শেষেই যেমন মেসির চুক্তি খতম হচ্ছে পিএসজিতে, তেমন এমবাপে আবার চুক্তির শেষ বারো মাস বাকি রয়েছে।

নাসের আল খেলাইফি জানাচ্ছেন, দুই তারকার চুক্তি সম্পন্ন করতে চাইছে ক্লাব। তিনি স্প্যানিশ প্রচারমাধ্যম মার্কা-য় জানিয়েছেন, “বিশ্বের সেরা কিছু ফুটবলারকে আমাদের ক্লাবে পেয়ে আমরা ভাগ্যবান। অন্যান্য ক্লাবের অফার থাকা সত্ত্বেও ওঁরা পিএসজিকে পছন্দ করেছেন। এই ক্লাবে ওঁদের রাখতে আমরা বদ্ধপরিকর। আমাদের পারফরম্যান্স নিয়ে আমরা বিশ্লেষণ করছি। এবং ওঁরা যাতে আমাদের ক্লাবে থাকে, সেই বিষয়টি নিশ্চিত করতে চাই আমরা। সেই অনুযায়ী আমরা পরিকল্পনা করতে চাই। কোনওভাবেই আমরা ভুল করতে চাই না।”

কাতারের ধনকুবের জানিয়েছেন, চ্যাম্পিয়ন্স লিগ এবং ফ্রেঞ্চ কাপ থেকে ছিটকে যাওয়ার পর লিগা ওয়ান জেতা আপাতত দলের প্রধান লক্ষ্য। খুব ভালো ফর্মে না থাকা সত্ত্বেও পিএসজি এখনও লিগা ওয়ানের শীর্ষে রয়েছে। এবার লিগ খেতাব জিতলে গত একদশকে আটবার চ্যাম্পিয়ন হবে।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Psg president nasser al khelaifi confident of securing services of lionel messi and kylian mbappe for next season