Advertisment

কাঁড়ি কাঁড়ি টাকা নিয়েও পারফরম্যান্স ০! PSG-র হয়ে মাঠে নামলেই এবার মেসিকে অপমান করার প্ল্যানিং

মেসিকে নিয়ে রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে শোচনীয়ভাবে দুই পর্বেই হেরে বিদায় নিয়েছে পিএসজি। কাপ জয়ের স্বপ্নও অধরা থেকে গিয়েছে প্যারিসিয়ানদের। পিএসজি সমর্থকদের সেই রাগ এবার আছড়ে পড়তে চলেছে লিওনেল মেসির জন্য। পিএসজির কট্টর সমর্থক গ্রুপ আল্ট্রাস এবার প্ল্যান করেছে মেসি মাঠে নামলেই হুইশল বাজিয়ে মহাতারকাকে অপমান করা হবে। এমনটাই জানাচ্ছে মুন্দো দিপর্তিভো।

Advertisment

সেই প্রচারমাধ্যমের এক প্রতিবেদনে এক আল্ট্রাস সমর্থক স্বীকার করেছেন, "আগামী রবিবার মেসির জন্য আমরা গ্যালারি থেকে হুইশল বাজাব। ও যা বেতন পায়, তার সিকিভাগও মাঠে খেলতে পারছে না।"

এই ফ্যান গ্রুপের তরফে মেসিকে চ্যাম্পিয়ন্স লিগ থেকে পিএসজির বিদায়ের জন্য মূল দোষী ধরা হচ্ছে। দুই পর্বেই খেলে মেসি মাঠে কোনও প্রভাব ফেলতে পারেননি। সমর্থকরা মনে করছেন। পিএসজি সমর্থকদের ধারণা, মেসি যে পরিমাণ বেতন পাচ্ছেন, সেই অনুযায়ী, ক্লাবের জন্য দায়বদ্ধ নন। সাতবারের ব্যালন ডি অর জয়ী তারকার সঙ্গে পিএসজির চলতি মরসুমের শেষেই চুক্তি খতম হচ্ছে। মেসি সম্ভবত চুক্তি বর্ধিত করার পথে হাঁটবেন না। শেষ পর্বে তাই অসম্মানের ডালি নিয়ে হাজির হচ্ছে সমর্থকরা।

যদিও পিএসজি ডিরেক্টর মারিও ক্যাম্পস জানিয়েছেন, মেসিকে ক্লাবে ধরে রাখতে তাঁরা বদ্ধপরিকর। "মেসির চুক্তি বাড়ানো নিয়ে আমরা কথাবার্তা চালিয়ে যাচ্ছি। আমাদের প্রোজেক্টে ওঁকে রাখতে চাই। লক্ষ্য পূরণের জন্য মেসিকে আমাদের সঙ্গে চাই।" জানিয়েছেন তিনি।

Read the full article in ENGLISH

Lionel Messi
Advertisment