এমবাপেকে রেখে মেসিকে বাতিলের খাতায় ফেলতে চলেছে PSG! বিষ্ফোরক রিপোর্ট প্রকাশ্যে

মেসিকে এবার ছেড়ে দেওয়ার জন্য তৈরি হচ্ছে পিএসজি

এমবাপেকে রেখে মেসিকে বাতিলের খাতায় ফেলতে চলেছে PSG! বিষ্ফোরক রিপোর্ট প্রকাশ্যে

চলতি সিজনের শেষেই মেসির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে পিএসজির। তবে মেসির সঙ্গে চুক্তি না বাড়ানোর বিষয়ে কার্যত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে পিএসজি। এমনটাই জানানো হচ্ছে ফ্রান্সের একাধিক প্রচারমাধ্যমে। গত মাসেই পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লুই ক্যাম্পোস জানিয়েছিলেন, মেসির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয়ে তাঁদের আলোচনা চলছে। তারপরেও এরকম রিপোর্ট বেরিয়ে আসছে।

ফ্রান্সের জনপ্রিয় ল্য ইক্যুয়েপ-এ বলা হয়েছে, পিএসজি সমর্থকরা মেসির পারফরম্যান্সে মোটেই সন্তুষ্ট নন। চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্নের কাছে হেরে ছিটকে যাওয়ার পরে মেসির প্যারিসে থাকা উচিত কিনা, তা নিয়ে সমর্থকরা কার্যত আড়াআড়িভাবে দু-ভাগ হয়ে গিয়েছে।

আরও পড়ুন: মেসির সঙ্গে এই দুর্ব্যবহার দুঃখজনক, বার্সায় ফিরে আসুক! কিংবদন্তির জন্য টোপ ফেললেন স্প্যানিশ তারকা

মেসির পরবর্তী গন্তব্য হিসাবে উঠে আসছে একাধিক ক্লাবের নাম- মেজর সকার লিগের ইন্টার মিয়ামি, সৌদি আরবের আল হিলাল এমনকি মেসির পুরোনো ক্লাব বার্সেলোনাতেও প্রত্যাবর্তন।নিয়ে জোরালো জল্পনা শুরু হয়েছে।

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ক্লাব বদলের সাক্ষী থেকেছিল বছর দুয়েক আগের ঘটনা। আর্থিক কারণে মেসিকে রাখতে পারেনি বার্সা। তারপরেই আর্জেন্টিনীয় সুপারস্টারকে সই করায় পিএসজি।

আরও পড়ুন: PSG-র হয়ে মাঠে নেমেই চরম অপমানিত মেসি, দর্শকদের অভিবাদন জানালেন এমবাপে

পার্ক দ্যা প্রিন্সেস-এ মেসির দুই বছরের চুক্তির অঙ্ক ১৩০ মিলিয়ন মার্কিন ডলার। এর মধ্যে মেসির মূল বেতন ৮৩ মিলিয়ন মার্কিন ডলার। বাকি ৪৭ মিলিয়ন মার্কিন ডলার মেসি পেয়ে থাকেন বোনাস, লয়ালটি বোনাস এবং ব্র্যান্ড ইমেজ স্বত্ত্ব হিসাবে। চুক্তিতে এক বছরের বৃদ্ধির ক্লজ-ও রয়েছে। মেসি এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা উপার্জনকারী ফুটবলার।

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Psg unlikely to extend contract with lionel messi reports

Next Story
মেসির সঙ্গে এই দুর্ব্যবহার দুঃখজনক, বার্সায় ফিরে আসুক! কিংবদন্তির জন্য টোপ ফেললেন স্প্যানিশ তারকা
Exit mobile version