/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/01/neymar.jpeg)
মেসি কেন টিমম্যান, পিএসজি বনাম রিয়াধ একাদশই ম্যাচই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বৃহস্পতিবার রাতে। সৌদি একাদশ পিএসজি কাছে হেরে গেলেও রোনাল্ডো ম্যাচ সেরার পুরস্কার পেলেন জোড়া গোল করে। ম্যাঞ্চেস্টার পর্ব এবং বিশ্বকাপ বিপর্যয় পেরিয়ে প্ৰথমবার খেলতে নেমেই জোড়া গোল! রোনাল্ডো বন্দনায় মুখর বিশ্ব।
তবে রোনাল্ডো নয়, ম্যাচের সেরা হতে পারতেন মেসিও। মেসি স্বপ্নের ম্যাচের সূচনা করেন তিন মিনিট পেরোনোর আগেই গোল করে। এরপরে হ্যাটট্রিক করতে পারতেন তিনি। প্রথমার্ধে নেইমার একটি পেনাল্টি আদায় করেন। বক্সের মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টারকে ফাউল করেন সৌদি একাদশের ডিফেন্ডার আল বুলাহি।
আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে মেসিদের সঙ্গে বেয়াদপি করেই চলেন এমবাপে! বিষ্ফোরক অভিযোগ এবার রোমেরোর
নেইমার যথারীতি মাটিতে লুটোপুটি খাওয়ার পরে পেনাল্টির দাবি জানান। প্ৰথমে রেফারি পেনাল্টির আবেদন নাকচ করে দিলেও, পরে ভার প্রযুক্তি খতিয়ে দেখে রেফারি পেনাল্টি দেন। তবে পেনাল্টি মিস করে বসেন।
Évènement ! 🤯
Neymar vient de rater un pénalty, trop d’informations dans ce match. 😅pic.twitter.com/O98NbD4vYe— MercaFoot (@MercaFoot_) January 19, 2023
Neymar asking Leo if he wants to take the penalty but Messi refusing it and letting Ney take it. 🇦🇷❤️🇧🇷pic.twitter.com/IH72ioAx1r
— PSG Report (@PSG_Report) January 19, 2023
ঘটনা হল, মেসি আর্জেন্টিনা জাতীয় দলের একনম্বর পেনাল্টি-টেকার। বিশ্বকাপ জয়ের পর পিএসজিতেও এমবাপে-নেইমার থাকলেও তিনিই পেনাল্টি নেওয়ার একনম্বর দাবিদার। বৃহস্পতিবার ম্যাচের ভাইরাল এক ফুটেজে দেখা যাচ্ছে, নেইমার পেনাল্টি আদায় করলেও বন্ধু মেসিকে জিজ্ঞাসা করছেন, তিনি শট নিতে ইচ্ছুক কিনা! তবে পত্রপাঠ সেই অনুরোধ খারিজ করে দেন মেসি। নেইমারকেই পেনাল্টি নিতে দেন তিনি। যদিও নেইমার সেই পেনাল্টি কাজে লাগাতে পারেননি। গোলকিপার আল ওয়েইসি বাঁ দিকে ঝাঁপিয়ে শট রুখে দেন।
আরও পড়ুন: মেসি শত্রু নয়, বন্ধুই! সৌদিতে রূপকথার ম্যাচের পরেই আসল ঘটনা জানালেন রোনাল্ডো
Leo Messi could’ve had a hat-trick but he decided to give both penalties to Neymar and Mbappé.
Always putting the team first 🇦🇷🐐 pic.twitter.com/w7ZhmQysfn— Sara 🦋 (@SaraFCBi) January 19, 2023
#Mbappe𓃵 is young and recently lost a final to him. He won the second penalty and asked Mbappé to take it.#Neymar asked him to take the first penalty but he told Neymar to take it as Neymar didn't have a good start to 2023.
He let a potential hat-trick go, typical #Messi𓃵 ♥️ pic.twitter.com/TZk1SjzNhu— Sangram Malik (@sangram_malik) January 20, 2023
দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসি নিজে পেনাল্টি আদায় করেন। বক্সের মধ্যে মেসির শট সৌদি ডিফেন্ডারের হাতে লাগলেই রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তবে আদর্শ টিমম্যানের নজির গড়ে মেসি নিজে শট নেননি। বরং এমবাপেকে পেনাল্টি হাঁকাতে দিয়েছেন। সেই এমবাপে, যিনি বিশ্বকাপ ফাইনালের পর আপাতত আর্জেন্টিনীয়দের জাতীয় ভিলেন। সেই এমবাপে যাঁর সঙ্গে মেসির সম্পর্ক ঘিরে গত একমাস ধরে উত্তাল হয়েছে ফুটবল জগৎ।
Mbappe converted penalty.. pic.twitter.com/qyK0qfoLBf
— Siyabonga Gaven (@Matsuele) January 19, 2023
স্বপ্নের ম্যাচের হেভিওয়েট লড়াই শিখিয়ে দিল, বিশ্বজয়ী হয়েও এখনও মাটিতেই পা রয়েছে মেসির।