হ্যাটট্রিকের সুযোগ পেয়েও করলেন না! নেইমার-এমবাপেকে পেনাল্টি মারতে দিয়ে হৃদয় জয় মেসির Sports: PSG vs Riyadh All-star XI: why Neymar took penalty ahead of Lionel Messi and Kylian Mbappe | Indian Express Bangla

হ্যাটট্রিকের সুযোগ পেয়েও করলেন না! নেইমার-এমবাপেকে পেনাল্টি মারতে দিয়ে হৃদয় জয় মেসির

মেসি-এমবাপে নয়, নেইমার কেন পেনাল্টি নিলেন রিয়াধ-ম্যাচে! আসল ঘটনা ফাঁস

হ্যাটট্রিকের সুযোগ পেয়েও করলেন না! নেইমার-এমবাপেকে পেনাল্টি মারতে দিয়ে হৃদয় জয় মেসির

মেসি কেন টিমম্যান, পিএসজি বনাম রিয়াধ একাদশই ম্যাচই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বৃহস্পতিবার রাতে। সৌদি একাদশ পিএসজি কাছে হেরে গেলেও রোনাল্ডো ম্যাচ সেরার পুরস্কার পেলেন জোড়া গোল করে। ম্যাঞ্চেস্টার পর্ব এবং বিশ্বকাপ বিপর্যয় পেরিয়ে প্ৰথমবার খেলতে নেমেই জোড়া গোল! রোনাল্ডো বন্দনায় মুখর বিশ্ব।

তবে রোনাল্ডো নয়, ম্যাচের সেরা হতে পারতেন মেসিও। মেসি স্বপ্নের ম্যাচের সূচনা করেন তিন মিনিট পেরোনোর আগেই গোল করে। এরপরে হ্যাটট্রিক করতে পারতেন তিনি। প্রথমার্ধে নেইমার একটি পেনাল্টি আদায় করেন। বক্সের মধ্যে ব্রাজিলিয়ান সুপারস্টারকে ফাউল করেন সৌদি একাদশের ডিফেন্ডার আল বুলাহি।

আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে মেসিদের সঙ্গে বেয়াদপি করেই চলেন এমবাপে! বিষ্ফোরক অভিযোগ এবার রোমেরোর

নেইমার যথারীতি মাটিতে লুটোপুটি খাওয়ার পরে পেনাল্টির দাবি জানান। প্ৰথমে রেফারি পেনাল্টির আবেদন নাকচ করে দিলেও, পরে ভার প্রযুক্তি খতিয়ে দেখে রেফারি পেনাল্টি দেন। তবে পেনাল্টি মিস করে বসেন।

ঘটনা হল, মেসি আর্জেন্টিনা জাতীয় দলের একনম্বর পেনাল্টি-টেকার। বিশ্বকাপ জয়ের পর পিএসজিতেও এমবাপে-নেইমার থাকলেও তিনিই পেনাল্টি নেওয়ার একনম্বর দাবিদার। বৃহস্পতিবার ম্যাচের ভাইরাল এক ফুটেজে দেখা যাচ্ছে, নেইমার পেনাল্টি আদায় করলেও বন্ধু মেসিকে জিজ্ঞাসা করছেন, তিনি শট নিতে ইচ্ছুক কিনা! তবে পত্রপাঠ সেই অনুরোধ খারিজ করে দেন মেসি। নেইমারকেই পেনাল্টি নিতে দেন তিনি। যদিও নেইমার সেই পেনাল্টি কাজে লাগাতে পারেননি। গোলকিপার আল ওয়েইসি বাঁ দিকে ঝাঁপিয়ে শট রুখে দেন।

আরও পড়ুন: মেসি শত্রু নয়, বন্ধুই! সৌদিতে রূপকথার ম্যাচের পরেই আসল ঘটনা জানালেন রোনাল্ডো

দ্বিতীয়ার্ধের শুরুতেই মেসি নিজে পেনাল্টি আদায় করেন। বক্সের মধ্যে মেসির শট সৌদি ডিফেন্ডারের হাতে লাগলেই রেফারি পেনাল্টির নির্দেশ দেন। তবে আদর্শ টিমম্যানের নজির গড়ে মেসি নিজে শট নেননি। বরং এমবাপেকে পেনাল্টি হাঁকাতে দিয়েছেন। সেই এমবাপে, যিনি বিশ্বকাপ ফাইনালের পর আপাতত আর্জেন্টিনীয়দের জাতীয় ভিলেন। সেই এমবাপে যাঁর সঙ্গে মেসির সম্পর্ক ঘিরে গত একমাস ধরে উত্তাল হয়েছে ফুটবল জগৎ।

স্বপ্নের ম্যাচের হেভিওয়েট লড়াই শিখিয়ে দিল, বিশ্বজয়ী হয়েও এখনও মাটিতেই পা রয়েছে মেসির।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Psg vs riyadh all star xi why neymar took penalty ahead of lionel messi and kylian mbappe

Next Story
বিশ্বকাপ ফাইনালে মেসিদের সঙ্গে বেয়াদপি করেই চলেন এমবাপে! বিষ্ফোরক অভিযোগ এবার রোমেরোর