scorecardresearch

প্যারিসে বারবার ‘অপমানিত’! তবু বার্সেলোনা নয়, মেসিকে পাওয়ার দৌড়ে এগিয়ে PSG-ই

পিএসজিতে কি মেসি থাকছেন, বিরাট আপডেট চলে এল এবার

প্যারিসে বারবার ‘অপমানিত’! তবু বার্সেলোনা নয়, মেসিকে পাওয়ার দৌড়ে এগিয়ে PSG-ই

মন্তেপ্যায়ি ম্যাচে একসময় বেশ বিপদে পড়ে গিয়েছিল পিএসজি। এমবাপে, নেইমার দুজনেই চোটের জন্য বাইরে! এমন সময়ে পিএসজি প্রথমার্ধেই পিছিয়ে পড়েছিল। সেই ম্যাচেই বিরতিতে পিএসজির স্পোর্টস ডিরেক্টর লুই ক্যাম্পোস উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তবে তাঁকে আশ্বস্ত করেন স্বয়ং মেসি।

ফাঁকা আওয়াজ দেননি মহাতারকা। ম্যাচেই তা প্রমাণ হয়ে গিয়েছিল। বিশ্বকাপ জয়ী মহাতারকাই শেষ পর্যন্ত ত্রাতা হয়ে দাঁড়ান প্যারিসের ক্লাবটির।

সেই ম্যাচের পরে লুই ক্যাম্পোস স্প্যানিশ প্রচারমাধ্যম মুন্দো দিপর্তিভো-কে বলে দেন, “মন্তেপ্যায়ি ম্যাচের হাফটাইমে মেসিকে কী বলেছিলাম, সেটা এখনও মনে রয়েছে। ‘তোমাকে সামনে থেকে নেতৃত্ব দিতে হবে’, বলে দিই ওঁকে। ও আমাকে শান্ত হতে বলেছিল। তারপরে তো দ্বিতীয়ার্ধে দুর্ধর্ষ খেলল ও।”

বিশ্বকাপ শেষের পর পিএসজি লিগা ওয়ানে বারবার হোঁচট খাচ্ছেন। লেন্সের কাছে হার হজম করতে হয়েছে। তবে মেসির ম্যাজিকে মন্তেপিয়ের ম্যাচে জয়ের পর লিগের শীর্ষস্থানে থাকা আরও পোক্ত করেছে প্যারিসের ক্লাবটি।

মেসির পিএসজি ভবিষ্যৎ নিয়ে বারেবারেই প্রশ্ন উঠেছে। ২০২১-এ মেসি বার্সেলোনা থেকে দু-বছরের চুক্তিতে যোগ দিয়েছিলেন পিএসজিতে। মেসির বেতন মেটাতে গিয়ে আর্থিক ভারে ডুবে গিয়েছিল কাতালান ক্লাবটি। তারপরেই মেসিকে ছেড়ে ফিতে বাধ্য হয় বার্সেলোনা। চলতি মরশুম শেষেই মেসির সঙ্গে পিএসজির চুক্তি খতম হতে চলেছে। ক্যাম্পোস জানিয়েছেন, মেসির তাঁদের চুক্তি বাড়ানোর কাজ চলছে। “মেসির সঙ্গে চুক্তি বাড়ানো নিয়ে আমরা আলোচনা করছি। ওঁকে আমাদের প্রোজেক্টে রাখতে চাই আমরা। এই বিষয়ে গোপনীয় কিছুই নেই। এই লক্ষ্যে আপাতত আমাদের কথাবার্তা চলছে। ওঁকে আমরা চাইছি।”

যাইহোক, ঘরোয়া লিগের খেতাব জয়ের জন্য মেসিই আপাতত ট্রাম্পকার্ড পিএসজি। চোটের জন্য আগামী বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না এমবাপে, নেইমার। তাই মেসির ওপরেই নির্ভরশীল প্যারিসিয়ান দলটি।

ক্যাম্পোস জানাচ্ছেন, “কিলিয়ানকে হারানো সবসময় একটা বড় ধাক্কা। ইনজুরি পাওয়ার পরে ও চরম হতাশায় ডুবে গিয়েছিল। তবে তারপরই ফিট হওয়ার জন্য ও প্ৰস্তুতি শুরু করে দিয়েছে এটাই চ্যাম্পিয়নদের বৈশিষ্ট্য।”

“পিএসজিতে আসার পর নেইমারকে নিয়ে সমালোচনার কোনও সুযোগ পাইনি। ও সবসময়ই সময়নিষ্ট। ও একজন অবিশ্বাস্য ফুটবলার। তবে দলের তারকারা একত্রে দলকে একটা, দুটো, তিনটে ম্যাচ জিতিয়ে ট্রফি জেতাতে পারবে না। বাকিদেরও অবদান রাখতে হবে। দল অনেকটা উন্নতি করেছে। উন্নতির এই ধারাবাহিকতা ধরে রাখতে হবে।”

Read the full article in ENGLISH

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Psg wants lionel messi to stay at paris unlikely to return to barcelona