ফরাসি লিগে লিলের বিরুদ্ধে মেসির ম্যাজিক গোলে ৪-৩ ব্যবধানে জয় পেল পিএসজি। তবে সেই ম্যাচেই দুঃসংবাদ। গোড়ালিতে চোট পেয়ে স্ট্রেচারে মাঠ ছাড়তে বাধ্য হলেন নেইমার। বিরতির আগেই নেইমার পিএসজির হয়ে দ্বিতীয় গোল করেন। দ্বিতীয়ার্ধে খেলার শুরুতেই চোটের শিকার হন ব্রাজিলীয় তারকা। বেঞ্জামিন আন্দ্রের সঙ্গে সংঘর্ষে চোট পেয়ে নেইমার যখন মাঠ ছাড়েন সেই সময় পিএসজি ২-১ গোলে এগিয়ে ছিল।
চলতি বছরের শুরু থেকেই ধারাবাহিকতার অভাবে ভুগছে পিএসজি। মেসি, নেইমার, এমবাপে তিন তারকাকে সেরা ছন্দে খেলতে দেখতে পাওয়া যাচ্ছে না। নেইমারের ক্লাবের প্রতি দায়বদ্ধতা নিয়েও প্রশ্ন তুলে দিয়েছে ফরাসি প্রচারমাধ্যম। একাধিক রিপোর্টে বলা হয়েছে, বায়ার্ন মিউনিখের কাছে যেদিন পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে হার হজম করল, সেই সময়েই নেইমার ব্যস্ত ছিলেন পোকার খেলতে, একটি রেস্তোরাঁয় ডিনার সারতে।
আরও পড়ুন: গোলকিপার হাঁ, ম্লান এমবাপের জোড়া গোলও! মেসির অবিশ্বাস্য ফ্রিকিক-গোলে বাকরুদ্ধ বিশ্ব, দেখুন ভিডিও
এমবাপে প্ৰথম গোল করার পরে রবিবার নেইমারের পা থেকে দ্বিতীয় গোল আসে। ভিতিনহার ক্রস ধরে দলকে ২-০ এগিয়ে দেন ব্রাজিলিয়ান সুপারস্টার। তারপরেই বিশ্বকাপে খেলার সময় যে গোড়ালিতে চোট পেয়েছিলেন সেই জায়গাতেই পুনরায় চোট পান তারকা।
রবিবার লিগের দ্বিতীয় স্থানে থাকা মার্সেইয়ির বিরুদ্ধে খেলতে নামবে পিএসজি। সেই ম্যাচে নেইমার খেলতে পারবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে।
আরও পড়ুন: সুইসাইড গোল, জাল ফাঁকা রেখে গোল! মুখ পোড়ানো মার্টিনেজের ওপর চটে লাল ভিলা কোচ
নেইমারের সঙ্গে পিএসজির হয়ে খেলতে নেমে চোটের তালিকায় নাম লিখিয়েছেন নুনো মেন্ডেসও। জোনাথন বাম্বার সঙ্গে সংঘর্ষে জড়িয়ে মাঠ ছাড়েন পিএসজির সেন্টার ব্যাক মেন্ডেস।
Read the full article in ENGLISH