শনিবার রাতে লিগের এগারো স্থানে থাকা ত্যুলো-র বিপক্ষে ২-১ গোলে জয়ে নায়ক সেই মেসি। এমবাপে, নেইমার চোটের কারণে নেই। দলের দুই তারকার অনুপস্থিতিতে পিএসজিকে জেতানোর দায়িত্ব ছিল মেসির। সেই দায়িত্ব পালনে বরাবরের মত সফল মেসি। তাঁর গোলেই পিএসজি জয় ছিনিয়ে লিগ তালিকায় নিজেদের অবস্থান আরও মজবুত করল।
৫৮ মিনিটে বক্সের ঠিক বাইরে থেকে মেসি বাঁকানো শটে জালে বল জড়িয়ে দেন। মেসির গোলেই পিএসজি ২-১ করে যান প্যারিসের ক্লাবটি। তার আগে শুরুটা মোটেই ভালো হয়নি গ্যালতিয়ের বাহিনীর। প্রথমার্ধে গোল হজম করে পিছিয়ে পড়েছিল পিএসজি। ব্যাঙ্ক ভ্যান ডের বোমেনের গোলে লিড নিয়েছিল ত্যুলো। আচরাফ হাকিমির গোলে সমতা ফেরায় পিএসজি বিরতির আগেই। দ্বিতীয়ার্ধে এরপরে মেসির জয়সূচক গোল।
মেসি জোড়া গোল করেই মাঠ ছাড়তে পারতেন। তবে সংযোজিত সময়ে মেসির নিশ্চিত গোলমুখী শট পোস্টে লেগে প্রতিহত হয়। এই নিয়ে মেসি পিএসজির শেষ পাঁচ ম্যাচে তৃতীয় গোল করে গেলেন। সবমিলিয়ে পিএসজি ২২ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে। এক পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে লেন্স।
আরও পড়ুন: মার্টিনেজের জন্য শাস্তির মুখে আর্জেন্টিনা! মেসির চরম শাসানির মুখে এবার ফিফাও
চোটের জন্য নেইমার, এমবাপে দুজনেই ছিলেন না এই ম্যাচে। মেসির সঙ্গে আক্রমণে জুড়ে দেওয়া হয়েছিল হুগো একতিকেকে। মেসি-একতিকের ঠিক পিছনেই ছিলেন ভিতিনহা। মার্কো ভেরাত্তি কার্ড সমস্যায় খেলতে পারেননি। মাঝমাঠে নামানো হয়েছিল রেনাতো স্যাঞ্চেজকে। তবে মাত্র ১২ মিনিটেই রোনাল্ডোর জাতীয় দলের সতীর্থ মাঠ ছাড়েন উরুতে চোট পেয়ে। ভ্যান ডেন বোমেন গোলকিপার দোনারুম্মাকে দাঁড় করিয়ে দুর্ধর্ষ ফ্রিকিকে গোল করে পিছিয়ে দেন পিএসজিকে।
আরও পড়ুন: এমবাপেকে পাস না বাড়ানোই বিরাট ভুল! মার্টিনেজের সেই সেভ এখনও দুঃস্বপ্নে রেখেছে মুয়ানিকে
বিরতির আগেই মার্কুইনহোসে মেসির ফ্রিকিকে গোলে শট নেন। তবে পোস্টে লেগে তা প্রতিহত হয়। তবে ঠিক পাঁচ মিনিট পরেই হাকিমির বাঁকানো শট পিএসজিকে ম্যাচে ফিরিয়ে আনে।
Read the full article in ENGLISH