লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে এমবাপে

ফরাসি লিগে লাল কার্ড দেখে তিন ম্যাচ নির্বাসিত হলেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তরুণ তারকা অতীতেও লাল কার্ড দেখেছেন।

ফরাসি লিগে লাল কার্ড দেখে তিন ম্যাচ নির্বাসিত হলেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তরুণ তারকা অতীতেও লাল কার্ড দেখেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Kylian Mbappe

লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে এমবাপে

ফরাসি লিগে লাল কার্ড দেখে তিন ম্যাচ নির্বাসিত হলেন কিলিয়ান এমবাপে। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই তরুণ তারকা ফুটবলার গত বুধবার লিগ ওয়ানের ম্যাচে নিমসের বিরুদ্ধে নেমেছিলেন। সেখানেই ম্যাচের অতিরিক্ত সময় তাঁকে মার্চিং অর্ডার দেন রেফারি।

Advertisment

পিএসজি ৪-২ গোলে নিমসের বিরুদ্ধে জয় ছিনিয়ে এনেছে। ১৯ বছরের এমবাপে তিনিও গোল পেয়েছিলেন ম্যাচে। কিন্তু ম্যাচের অতিরিক্ত সময় গোলের দিকে আগুয়ান এমবাপেরে মাঝমাঠেই ট্যাকেল করে ফেলে দেন তেজি সাভানিয়ার। এমবাপে সঙ্গেসঙ্গে উঠে পড়েই নিমসের মিডফিল্ডার সাভানিয়ারকে ধাক্কা মেরে মাঠে ফেলে দেন। রেফারি জেরম ব্রিসার্ড সঙ্গে সঙ্গে এমবাপেকে লাল কার্ড দেখান। সাভানিয়ারকে পাঁচ ম্যাচ নির্বাসিত করা হয়েছে।

আরও পড়ুন: FIFA 2018 World Cup Final: এমবাপের জন্য ফের মাঠে নামতে চাইছেন পেলে

Advertisment

লিগ ওয়ানের আগামী তিনটে ম্যাচেই এমবাপেকে পাবে না পিএসজি। যদিও এই নির্বাসনের প্রভাব পড়বে না চ্যাম্পিয়ন্স লিগে। আগামী ১৮ সেপ্টেম্বর লিভারপুলের ঘরের মাঠ অ্যানফিল্ডে চ্যাম্পিয়ন্স লিগের প্রথম ম্যাচ খেলতে নামবে পিএসজি। এমবাপে এই নিয়ে কেরিয়ারে দু’বার লাল কার্ড দেখলেন। এই মুহূর্তে ফ্রান্স দলের সঙ্গে উয়েফা ন্যাশনস লিগে রয়েছেন এমবাপে। মিউনিখে জার্মানির বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে দিদিয়ের দেশঁর শিষ্যরা।

রাশিয়া বিশ্বকাপের শুরু থেকেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে তুলনা টানা হচ্ছিল ফ্রান্সের এমবাপের। বিশ্বকাপের ফাইনালে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করেন তিনি।। ১৯৫৮ বিশ্বকাপে পেলেও ফাইনালে গোল করেছিলেন। তখন তাঁর বয়স ছিল ১৭। এমবাপের বয়স ১৯। ৬০ বছর পর বিশ্বকাপের ফাইনালে ফের এক তরুণের পা থেকে গোল আসে।সেই নজির গড়েছিলেন এমবাপে। এছাড়াও এমবাপে পেলের পর দ্বিতীয় তরুণ ফুটবলার হিসেবে বিশ্বকাপে জোড়া গোল করার রেকর্ড করেছেন রাশিয়ায়।