Advertisment

'ধোনিকে ক্যাপ্টেন করলেই বিশ্বচ্যাম্পিয়ন হবে না বাংলাদেশ'! বেনজির মন্তব্যে ঝড় পাক তারকার

পাকিস্তান সুপার লিগে শোচনীয় ব্যর্থতার মুখে করাচি কিংস। টুর্নামেন্টের আট ম্যাচের আটটিতেই হেরে বসেছে ফ্র্যাঞ্চাইজি এই দল।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের শোচনীয় পারফরম্যান্সের জেরে ভয়ঙ্কর ট্রোলিংয়ের মুখে পড়েছেন ক্যাপ্টেন বাবর আজম। টুর্নামেন্টের সপ্তম সংস্করণে করাচি নেতা হিসেবে আস্থা রেখেছিল বাবরের ওপর। সরিয়ে দেওয়া হয়েছিল ইমাদ ওয়াসিমকে।

Advertisment

তবে নেতা হিসেবে একদমই সফল হয়ে পারেননি বাবর। পাক সুপার লিগে এখনও পর্যন্ত আটটা ম্যাচই হেরেছে করাচি। একটাও জিততে পারেনি বাবরের ফ্র্যাঞ্চাইজি। তারকা পাকিস্তানির নেতৃত্ব ক্ষমতার ওপরেও প্রশ্ন তুলে দিয়েছে এই ফলাফল।

বাবরের এমন হতাশাজনক সমালোচনার মধ্যে প্রাক্তন তারকা সালমান বাট তাঁর পাশেই দাঁড়াচ্ছেন। বাবরকে কি নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া উচিত, এমন আলোচনার মধ্যেই সালমান বাট সরাসরি জানিয়ে দিচ্ছেন, বাবরের দিকে মোটেই অভিযোগের আঙ্গুল তোলা উচিত নয়।

আরও পড়ুন: ধাওয়ান নন, প্রীতির পাঞ্জাবে ক্যাপ্টেন হচ্ছেন এই তারকা! বিরাট ইঙ্গিত ফ্র্যাঞ্চাইজির

তাঁর বক্তব্য, করাচি দলের ব্যাটসম্যান-বোলারদের মধ্যে ভারসাম্য নেই। স্রেফ অলরাউন্ডারদের দিয়ে টিম বোঝাই করা হয়েছে। আর নিজের মন্তব্যের সমর্থনে ব্যাখ্যা দিতে গিয়ে বাট ধোনি, পন্টিংয়ের মত বিশ্ববন্দিত অধিনায়কের প্রসঙ্গ এনেছেন।

"বাবর খারাপ ক্যাপ্টেন, এমনটা বলব না। ও তো জাতীয় দলের অধিনায়ক। এখন যদি কেউ ধোনি, পন্টিংকে বাংলাদেশের ক্যাপ্টেন করে দেয়, তাহলে ওঁরা রাতারাতি বিশ্বচ্যাম্পিয়ন হয়ে যাবে না।"

আরও পড়ুন: ক্যাপ্টেন মর্গ্যান, ভাইস-ক্যাপ্টেন রায়না! IPL-এর এই অবিক্রিত একাদশ ঝড় তুলবে যেকোনও মাঠে

এমনটা জানিয়ে বাট নিজের ইউটিউব চ্যানেলে আরও বলেন, "ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দলের ভারসাম্য যদি ঠিক না থাকে, তাহলে সফল হওয়া মুশকিল। টুর্নামেন্ট শুরু হওয়ার মাত্র এক সপ্তাহ আগে বাবর সমস্ত স্কোয়াডকে সঙ্গে পেয়েছে। কেউ যত বড়-ই স্ট্র্যাটেজিস্ট-ই হোক না কেন, দলে যদি স্পেশালিস্ট ব্যাটার-বোলার না থাকলে, তাহলে কোনও কিছুই সম্ভব নয়।"

৩৭ বছরের বাট রীতিমত যুক্তি সহকারে জানিয়েছেন, করাচি দলে একাধিক অলরাউন্ডার- মহম্মদ নবি, ইমাদ ওয়াসিম, লুইস গ্রেগরি, উমেইদ আসিফ, ক্রিস জর্ডন। তবে স্পেশ্যালিস্ট ব্যাটসম্যান কিংবা বোলারের সংখ্যা নগন্য। তিনি বলেছেন, কীভাবে প্রয়োজন অনুযায়ী, ইনিংস গড়তে হবে, তা করাচি দলের অনেকেরই অভিজ্ঞতা নেই।

Bangladesh Cricket MS DHONI Pakistan Cricket
Advertisment