PSL Franchises Struggle To Sign Unsold IPL Players: আইপিএলের সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়েছে পাকিস্তান সুপার লিগ। সূচি অনুযায়ী এবার একই উইন্ডোতে পিএসএল-এর আয়োজন করছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। সেই হিসাবে আইপিএলে না থাকা তারকাদেরই একমাত্র কিনতে পারবে পিএসএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলো।
তবে পাকিস্তান সুপার লিগ ফ্র্যাঞ্চাইজিগুলো আগামী সিজেনর জন্য আইপিএলের নিলামে অবিক্রীত থাকা তারকাদেরও দলে টানতে কালঘাম ছুটে যাচ্ছে। সর্বভারতীয় এক সংবাদসংস্থার রিপোর্টে বলা হয়েছে, পিএসএল-এর বেতন সীমা সংক্রান্ত নিয়মের জন্য আইপিএলে অবিক্রিত শীর্ষস্থানীয় তারকারা খেলতে চাইছেন না পাকিস্তানের লিগে।
পিএসএল-এর নিজস্ব নিয়ম অনুযায়ী, প্রত্যেক ফ্র্যাঞ্চাইজি কোনও একজন তারকার জন্য সর্বোচ্চ ২০০,০০০ মার্কিন ডলারে খরচ করতে পারবে। এই বেতন সীমার মধ্যে শীর্ষস্থানীয় তারকারা খেলতে অনীহা প্রকাশ করেছেন। এবার আইপিএল নিলামে ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, জনি বেয়ারস্টোর মতো তারকারা দল পাননি।
আরও পড়ুন: অশ্বিনকে বাদ দিয়ে ভারতের এগারোয় জাদেজা কেন! টিম ইন্ডিয়ার গোপন স্ট্র্যাটেজি ফাঁস
বিশ্বের নামি দামি এই ক্রিকেটারদের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে পিএসএল ফ্র্যাঞ্চাইজির তরফে। তবে, অধিকাংশ তারকাই নিম্ন বেতনের কারণে পাকিস্তানে খেলতে অনিচ্ছা প্রকাশ করেছেন।
এই বিষয়ে হাত গুটিয়ে নিয়েছে পিসিবিও। সংবাদ মাধ্যমে বলা হচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড ফ্র্যাঞ্চাইজিদের নিজস্ব প্ল্যানিংয়ে হস্তক্ষেপ করতে চসি না। কারণ হিসেবে বলা হচ্ছে, ফ্র্যাঞ্চাইজিগুলোর সরাসরি বিদেশি ক্রিকেটারদের সঙ্গে চুক্তি করার প্রচেষ্টায় অনেকক্ষেত্রেই পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটারদের মনে বৈষম্যের বাতাবরণ তৈরি করে। তাই এই বিষয়ের দায় পিসিবি ফ্র্যাঞ্চাইজিদের ওপরেই ছেড়ে রেখেছে।
গোটা বিশ্ব জুড়েই এখন ফ্র্যাঞ্চাইজি লিগের রমরমা। আইপিএল, বিগ ব্যাশের মত শীর্ষস্থানীয় ফ্র্যাঞ্চাইজি লিগ ছাড়াও মেজর লিগ ক্রিকেট (এমএলসি) এবং সাউদার্ন প্রিমিয়ার লিগ ক্রিকেটারদের বেতনের প্রত্যাশা আকাশ ছুঁইয়ে দিয়েছে। এমন পরিস্থিতিতে পিএসএল-এর আর্থিকভাবে সীমাবদ্ধতা এই লিগে নামি তারকাদের আকর্ষণ করতে পারছে না। পিএসএল-এই প্ৰতি ক্রমশই বিমুখ হয়েছেন নামি তারকারা।
এমন অবস্থায় বিশ্বের বাকি ফ্র্যাঞ্চাইজি লিগের সঙ্গে পাল্লা দিতে কম অর্থে প্রতিভাবান ক্রিকেটারদের সঙ্গে চুক্তিতেই সন্তুষ্ট থাকতে হবে পাক লিগকে। নাহলে বেতন ক্রম ঢেলে সাজাতে হবে।