/indian-express-bangla/media/media_files/2025/04/18/YFD0LwGhNbK8Yj6KlSYG.jpg)
Karachi Kings Babar Azam: বাবর আজমকে নিয়ে বিস্ফোরক কথা ফাঁস করাচি কিংসের মালিকের
Babar Azam PSL Controversy: পাকিস্তান ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বাবর আজম বর্তমানে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। তাঁর ব্যাট থেকে রান আসছে না। তার মধ্যেই গোদের উপর বিষফোড়ার মতো পাকিস্তান সুপার লিগ (PSL) নিয়ে একটি খবর সামনে এসেছে, যা শোরগোল ফেলে দিয়েছে।
বাবর আজম PSL 2025 মরশুমে পেশোয়ার জালমি ফ্র্যাঞ্চাইজির অধিনায়কত্ব করছেন। তিনি ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত করাচি কিংসের হয়ে খেলেছেন। ছয়টি মরশুম খেলার পর, করাচি কিংস বাবরকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। এই বিষয়টি নিয়ে দলের মালিক একটি বড় তথ্য প্রকাশ করেছেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে, করাচি কিংসের মালিক সলমন ইকবাল বাবর আজম সম্পর্কে বিস্ফোরক তথ্য ফাঁস করেছেন। তিনি জানান, PSL 2023 মরশুমের আগে করাচি কিংস কেন বাবরকে ছেড়ে দেয়।
সলমন ইকবাল বলেন যে ফ্র্যাঞ্চাইজি চেয়েছিল বাবর তিন নম্বরে ব্যাটিং করুন, কিন্তু তিনি তার ওপেনিং পজিশন ছাড়তে রাজি ছিলেন না। সলমান ইকবাল আরও জানান, ‘আমরা চাইছিলাম তিনি তিন নম্বরে ব্যাটিং করুন, কিন্তু তিনি তাঁর ব্যাটিং পজিশন পাল্টাতে তৈরি ছিলেন না।’
বাবর আজম তাঁর কেরিয়ারের বেশিরভাগ সময় PSL এবং আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের হয়ে ওপেনার হিসেবে কাটিয়েছেন।
আরও পড়ুন গজব বেইজ্জতি PSL-এ! সেঞ্চুরির পুরস্কার হেয়ার ড্রায়ার? ছিঃ ছিঃ করছে নেটপাড়া
তবে তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স নিয়ে ধারাবাহিকভাবে প্রশ্ন উঠছে। তিনি ঘরোয়া ওয়ানডে ট্রাই সিরিজ এবং ICC Champions Trophy 2025-এর শুরুতে খুবই খারাপ পারফরম্যান্স করেছিলেন। ফলে, পাকিস্তান টুর্নামেন্টের গ্রুপ লিগেই বাদ পড়ে।
PSL-এর চলতি মরশুমেও বাবর আজমের ব্যাট থেকে রান আসছে না। পেশোয়ার জালমির ওপেনার হিসেবে তিনি দুই ইনিংসে মাত্র এক রান করেছেন।
তবে এটা মনে রাখতে হবে যে, বাবর ২০২০ সালে করাচি কিংসের PSL জয়ের অভিযানেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। সেই টুর্নামেন্টে তিনি ১১ ইনিংসে ৪৭৩ রান করেছিলেন এবং ফাইনালে অপরাজিত ৬৩ রান করে দলকে জয় এনে দিয়েছিলেন।