scorecardresearch

ভারতীয় সেনাকে তীব্র অপমান পাকিস্তানি দলের! অভিনন্দনকে অসম্মানে ফুঁসে উঠল ক্রিকেট বিশ্ব

কুৎসিত টুইট ঘিরে তোলপাড় ফেলল পিএসএল ফ্র্যাঞ্চাইজি

ভারতীয় সেনাকে তীব্র অপমান পাকিস্তানি দলের! অভিনন্দনকে অসম্মানে ফুঁসে উঠল ক্রিকেট বিশ্ব

সব কিছু ঠিকঠাকই ছিল। তবে এর মধ্যেই বিতর্ক বাঁধিয়ে বসল পাকিস্তানের লাহোর কালান্ডার্স ফ্র্যাঞ্চাইজি। ভারতীয় সেনার গর্ব অভিনন্দন বর্তমানকে খোঁচা দিয়ে কুৎসিত টুইট করে বসল পিএসএল এই ফ্র্যাঞ্চাইজি। লাহোরের ফ্র্যাঞ্চাইজির টুইটার হ্যান্ডলের ফলোয়ার এক মিলিয়নেরও বেশি।

সেই টুইটার হ্যান্ডল থেকেই অলরাউন্ডার মহম্মদ হোসেন তালাতের চা পানের ছবি পোস্ট করে ক্যাপশনে লিখে দেওয়া হল, “আরে এটা তো ‘টি ইজ ফান্টাস্টিক’ হো গ্যায়া”।

২০১৯-এর ঘটনা। ভারতের উইং কমান্ডার অভিনন্দন বর্তমানের মিগ-২১-র সঙ্গে ভারতীয় বায়ুসেনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পাকিস্তানে চলে যাওয়ার পর গুলি করে অভিনন্দনের মিগ-২১ নামায় পাক সেনা। তারপরে অভিনন্দনকে হেফাজতে নেয় পাক সেনা।

তারপরে পাক সেনার তরফে ভাইরাল এক টুইট শেয়ার করা হয়, যেখানে তাঁকে যত্ন নেওয়ার জন্য পাক সেনাকে ধন্যবাদ জানাতে শোনা যায় উইং কমান্ডারকে। “অন রেকর্ড জানাতে চাই, এমনকি দেশে ফিরেও নিজের এই বিবৃতি পাল্টাবো না। পাকিস্তানি সেনারা অধিকারিকরা আমার যথেষ্ট ভালোভাবে যত্ন নিয়েছে। জনগণের হাত থেকে মুক্ত করা সেনা অফিসার থেকে যে অফিসারের কাছে আমাকে নিয়ে যাওয়া হয়েছে। আমার নিজেদের দেশের সেনারাও যেন এরকম ব্যবহার করেন, সেই প্রত্যাশা রইল। পাক সেনায় আমি বেশ প্রভাবিত।” ভাইরাল ভিডিওয় এমনটাই জানিয়েছিলেন ভারতীয় বায়ু সেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। সেই সময় এক পাক সেনারা আধিকারিক অভিনন্দনকে জিজ্ঞাসা করেন, চা পান করে কেমন লাগছে তাঁর? অভিনন্দনের জবাব ছিল, “টি ইজ ফ্যান্টাস্টিক। ধন্যবাদ।”

অভিনন্দনের এই চা-বার্তার পর থেকেই পাকিস্তানিরা ‘টি ইজ ফ্যান্টাস্টিক’ মিমে ভরিয়ে দেয় সোশ্যাল মিডিয়া জগৎ। পাকিস্তানি সেলেবরাও এই কুৎসিত কাণ্ডে যোগ দেয়। ফখর ই আলম টুইট করেছিলেন, “সকলকে চা পানের দিবসের শুভেচ্ছা জানাই। সকলকে মনে করিয়ে দিতে চাই সংলাপের টেবিলেও আমরা দারুণ চা পরিবেশন করি। তাই পছন্দ একদমই আপনার। প্লেন ওড়ানোর খেসারত দেবেন নাকি আলোচনার টেবিলে দারুণ চা পান করবেন- আপনাকেই বেছে নিতে হবে।”

তবে লাহোর কালান্ডার্স ফ্র্যাঞ্চাইজির এই টুইট ভারতীয় ক্রিকেট বোর্ডকে আরও ক্ষিপ্ত করে দেওয়ার পক্ষে যথেষ্ট। বর্তমানে পাকিস্তানের মাটিতে ভারতের এশিয়া কাপ খেলতে যাওয়া নিয়ে টালবাহানা চলছে। তাছাড়া সোনি লিভ-এ ভারতে পিএসএল ম্যাচ দেখানো হচ্ছে। পাকিস্তান সুপার লিগে সম্প্রচার এই ঘটনার পর ভারতে বন্ধ করে দেওয়া হলে অবাক হওয়ার কিছু থাকবে না।

কয়েকদিন আগেই পাকিস্তানের পরিকল্পনা মন্ত্রী আহসান ইকবাল দেশের অর্থনীতিকে বাঁচাতে কম চা পান করার পরামর্শ দিয়েছিলেন। ভারতীয়দের তরফে এই নক্কারজনক টুইটের প্রেক্ষিতে এই বিষয়টিই তুলে ধরা হচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Psl franchise lahore qalandars causes uproar with nasty tweet aiming indian army abhinandan varthaman