Advertisment

আইফোন, বিঘা বিঘা জমি! পুরস্কারের বন্যায় IPL-কে ছাপিয়ে গেল PSL চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্স

আইপিএলকে জোর টেক্কা দিল পিএসএল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

প্ৰথম দল হিসেবে লাহোর কালান্দার্স টানা দুবার পিএসএল চ্যাম্পিয়ন হয়েছে। তারপরেই ফ্র্যাঞ্চাইজির মালিকের তরফ থেকে প্রত্যেক ক্রিকেটারকে আইফোন এবং জমি দেওয়া হয়েছে।

Advertisment

পাক ক্রিকেটার শাহিন আফ্রিদি, ফখর জামান, জামান খানের মত তারকা এবং আফগানিস্তানের জাতীয় দলের সুপারস্টার রশিদ খানকে কালান্দার্স সিটিতে জমি দেওয়া হয়েছে। আসলে কালান্দার্স সিটি লাহোর ফ্র্যাঞ্চাইজির মালিকের একটি রিয়েল এস্টেট প্রোজেক্ট। সেই প্লটের (৫৪৪৫ স্কোয়ার ফুট) পাক মুদ্রায় দাম ৯২.৫ লক্ষ টাকা।।ভারতীয় মুদ্রায় যাঁর পরিমাণ ২৭ লক্ষ টাকা। নামি তারকারা ছাড়াও বাকিরা যাঁরা রিজার্ভ বেঞ্চে কাটিয়েছেন এবং টুর্নামেন্টে খেলার সুযোগ পাননি, তাঁদেরও জমি দেওয়া হয়েছে।

আরও পড়ুন: টসের পরে বদলানো যাবে গোটা দলই! IPL-এর নতুন নিয়মে ঝড় উঠে গেল ক্রিকেট বিশ্বে

পিএসএল ফাইনালে প্ৰথমে ব্যাট করেছিল লাহোর। শাহিন আফ্রিদি অপরাজিত ৪৪ করে দলকে ২০০ পৌঁছে দিতে সাহায্য করেছিলেন। তারপর বল হাতে ৫১ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। এই পারফরম্যান্সের জন্য এক ক্যানাল জমি (৫৪৪৫ স্কোয়ার ফুট) পুরস্কার হিসেবে পেয়েছেন তিনি। আরও দুই ক্যানাল জমি পেয়েছেন দলকে নেতৃত্বে দিয়ে চ্যাম্পিয়ন করার জন্য।

লাহোর কালান্দার্স দলের সিওও এবং টিম ম্যানেজার সামিন রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পুরস্কার ঘোষণা করার সময়ে মজা করে বলছিলেন, "কালান্দার্স সিটিতে ফার্ম হাউস খুলতে চলেছে শাহিন।" ফখর জামান তো বটেই ছোটখাটো প্লট আগেই পেয়েছিলেন রশিদ খান। সামিনকে সেই ভিডিওতে ফখরকে বলতে শোনা যাচ্ছে, "কালান্দার্স সিটিতে তোমার তো আগেই তিন-চারটে প্লট রয়েছে।" রশিদকে তিনি বললেন, "আপনি অবশ্যই ওখানে বাড়ি বানাবেন।" মুলতান সুলতানসের বিরুদ্ধে ফাইনালে দুরন্ত বোলিং করা জামান খানকে সামিন জানিয়েছেন, "এই ছেলেটির (জামান খান) জন্য বিশেষ পুরস্কার রয়েছে। যে আজকের রাতে সবথেকে গুরুত্বপূর্ণ ওভার করেছিল। তোমার জন্যও কালান্দার্স সিটিতে একটা প্লট থাকবে।"

Read the full article in ENGLISH

pakistan IPL Pakistan Cricket
Advertisment