পিএসএল ফাইনালে প্ৰথমে ব্যাট করেছিল লাহোর। শাহিন আফ্রিদি অপরাজিত ৪৪ করে দলকে ২০০ পৌঁছে দিতে সাহায্য করেছিলেন। তারপর বল হাতে ৫১ রানের বিনিময়ে ৪ উইকেট দখল করেন। এই পারফরম্যান্সের জন্য এক ক্যানাল জমি (৫৪৪৫ স্কোয়ার ফুট) পুরস্কার হিসেবে পেয়েছেন তিনি। আরও দুই ক্যানাল জমি পেয়েছেন দলকে নেতৃত্বে দিয়ে চ্যাম্পিয়ন করার জন্য।
লাহোর কালান্দার্স দলের সিওও এবং টিম ম্যানেজার সামিন রানা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পুরস্কার ঘোষণা করার সময়ে মজা করে বলছিলেন, "কালান্দার্স সিটিতে ফার্ম হাউস খুলতে চলেছে শাহিন।" ফখর জামান তো বটেই ছোটখাটো প্লট আগেই পেয়েছিলেন রশিদ খান। সামিনকে সেই ভিডিওতে ফখরকে বলতে শোনা যাচ্ছে, "কালান্দার্স সিটিতে তোমার তো আগেই তিন-চারটে প্লট রয়েছে।" রশিদকে তিনি বললেন, "আপনি অবশ্যই ওখানে বাড়ি বানাবেন।" মুলতান সুলতানসের বিরুদ্ধে ফাইনালে দুরন্ত বোলিং করা জামান খানকে সামিন জানিয়েছেন, "এই ছেলেটির (জামান খান) জন্য বিশেষ পুরস্কার রয়েছে। যে আজকের রাতে সবথেকে গুরুত্বপূর্ণ ওভার করেছিল। তোমার জন্যও কালান্দার্স সিটিতে একটা প্লট থাকবে।"