ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা বুধবার দিল্লির যন্তর মন্তরে পৌঁছেন। সেখানে তিনি গত ১১ দিন ধরে বিক্ষোভকারী ভারতীয় মহিলা কুস্তিগিরদের সঙ্গে সাক্ষাৎ করেন। জাতীয় কুস্তি ফেডারেশনের (ডব্লিউএফআই) সভাপতি ব্রিজভূষণ শরণ সিং-এর বিরুদ্ধে প্রতিবাদ করছেন মহিলা কুস্তিগিররা। তাঁদের অভিযোগ, জাতীয় শিবিরে দেশের মহিলা কুস্তিগিরদের যৌন হয়রানি করা হয়েছে।
বিক্ষোভস্থলে ঊষাকে কুস্তিগির সাক্ষী মালিক, ভিনেশ ফোগত এবং বজরং পুনিয়ার সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে। সপ্তাহখানেক আগেই ঊষা অবশ্য অন্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন যে ক্রীড়াবিদদের 'রাস্তায় নেমে প্রতিবাদ করা' শৃঙ্খলাহীনতার পরিচয়। আর, তা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। ঊষা আরও জানিয়েছিলেন যে, ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর এবং 'প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির সরকার সবসময় খেলোয়াড়দের পাশে দাঁড়িয়েছে'। আর, 'খেলাধুলা এবং ক্রীড়াবিদদের অগ্রাধিকার' দিয়েছে। সেসব বলার ঠিক একসপ্তাহ বাদে ঊষা কিন্তু, বুধবার বিক্ষোভকারী কুস্তিগিরদের পাশেই দাঁড়িয়েছেন।
কুস্তিগির বজরং পুনিয়াও ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে কথা বলার পর জানিয়েছেন, 'তিনি (পিটি ঊষা) বলেছেন যে আমাদের পাশে আছেন। আমরা ন্যায়বিচার পাব। তিনি প্রথমে একজন ক্রীড়াবিদ এবং তারপরে অন্য কিছু। তিনি আরও জানিয়েছেন যে আমাদের সমস্যাটি দেখবেন। আর, যত তাড়াতাড়ি সম্ভব এই সমস্যা মেটানোর চেষ্টা করবেন। ব্রিজভূষণ শরণ সিং জেলে না-যাওয়া পর্যন্ত আমরা এখানেই থাকব।'
আরও পড়ুন- হলিউড ফিল্ম এবং টেলিভিশনের কয়েক হাজার লেখক ধর্মঘট শুরু করেছেন, কেন?
সম্প্রতি ভারতীয় অলিম্পিক কমিটির কার্যনির্বাহী কমিটি বৈঠক করেছে। সেই বৈঠকের পর কমিটি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় জানিয়েছিল যে উশু অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার সভাপতি ভূপেন্দ্র সিং বাজওয়া, প্রাক্তন শুটার সুমা শিরুর এবং হাইকোর্টের একজন অবসরপ্রাপ্ত বিচারককে কুস্তি সংস্থা পরিচালনা এবং নির্বাচনের ব্যবস্থা করার দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর ২৭ এপ্রিল ঊষা বলেছিলেন, 'আইওএ একটি ক্রীড়াবিদদের সংস্থা। রাস্তায় না-বসে কুস্তিগিররা এখানেও ছুটে আসতে পারতেন। কুস্তিগিররা নিজেরাই একটা অ্যাড-হক কমিটির পরামর্শ দিয়েছিলেন। আমরা সেই কমিটি গঠন করেছি।'