Advertisment

বিশ্বকাপে পুণের সবজি বিক্রেতার ছেলে, বয়স মাত্র বারো

বছর বারোর রুদ্রেশ রাশিয়ার রাজধানীতে যাচ্ছে একজন সাংবাদিক হিসেবে। পৃথিবীর অনান্য দেশ থেকেও রুদ্রেশের মতো আরও ২১১ জন এফফরএফ-এ অংশ নেবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Pune: 12-yr-old city boy to represent India at football event in Russia

রাশিয়ার ফুটবল ইভেন্টে পুণের সবজি বিক্রেতার ছেলে

রুদ্রেশ গৌড়নরের বাবা পুণেতে সবজি বিক্রি করেন। এ হেন রুদ্রেশ এবার মস্কো পাড়ি দিচ্ছে। সৌজন্যে ফুটবল, তার প্রিয় খেলা। 

Advertisment

রুদ্রেশ দেশের হয়ে মস্কোতে ফুটবল ফর ফ্রেন্ডশিপে (F4F) প্রতিনিধিত্ব করতে চলেছে। বছর বারোর রুদ্রেশ রাশিয়ার রাজধানীতে যাচ্ছে একজন সাংবাদিক হিসেবে। পৃথিবীর অন্যান্য দেশ থেকেও রুদ্রেশের মতো আরও ২১১ জন এফফরএফ-এ অংশ নেবে।

রুদ্রেশ এরানদোয়ানের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মিউনিসিপ্যাল স্কুলের ছাত্র। স্কুলের পরীক্ষায় বরাবরই সে শীর্ষস্থান অধিকার করে এসেছে। আট বছর বয়স থেকে ফুটবল খেলছে রুদ্রেশ। এই মুহূর্তে সে ‘জাস্ট ফর কিকস’ (জেএফকে) ফুটবল দলের হয়ে খেলে। জেএফকে-ই রুদ্রেশকে এফফরএফ সামিটে অংশ নেওয়ার সুযোগ গড়ে দিয়েছে।

এফ ফর এ-তে যাচ্ছে সূর্য বারিকুটিও। বেঙ্গালুরু নিবাসী এই কিশোর সেখানে যাচ্ছে ফুটবলার হিসেবে। 

এফফরএফ-এর সৌজন্যে বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির থাকার সুযোগ পাচ্ছে রুদ্রেশ।

একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, ফুটবলকে ভিত্তি করে ভিন্ন রুচি ও সংস্কৃতির ছাত্রদের এক ছাতার নিচে এনে সৌহার্দ্যময় ও সুস্থ জীবনধারণের ভাবনা বিস্তার করাই এফফরএফের লক্ষ্য।

আরও পড়ুন, ফুটবলায়নের দিনগুলি- পৃথিবীজোড়া ফুটবল চর্চার ইতিহাস

FIFA World Cup
Advertisment