New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/JPEG-34.jpg)
ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট সিন্ধুর, জাতীয় সঙ্গীত শুনে কেঁদে ফেলেছিলেন তিনি
মায়ের জন্মদিনেই সোনার মুকুট উঠেছিল সিন্ধুর মাথায়। এই জয় তিনি তাঁর মা'কে উৎসর্গ করেছিলেন। পাশাপাশি কোচ গোপীচাঁদ ও সাপোর্ট স্টাফদের ধন্য়বাদ জানান এই সাফল্য়ের জন্য়।
ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট সিন্ধুর, জাতীয় সঙ্গীত শুনে কেঁদে ফেলেছিলেন তিনি
গত রবিবার সুইজারল্য়ান্ডের বাসেলে ইতিহাস লিখেছেন পিভি সিন্ধু। প্রথম ভারতীয় ব্য়াডমিন্ট খেলোয়ড় হিসাবে বিশ্ব ব্য়াডমিন্টন চ্য়াম্পিয়নশিপের খেতাব ছিনিয়ে নিয়েছেন তিনি। জাপানের নোজোমি ওকুহারাকে ২১-৭ ২১-৭ হারিয়ে সোনার মেয়ে হয়েছেন সিন্ধু।
মায়ের জন্মদিনেই সোনার মুকুট উঠেছিল সিন্ধুর মাথায়। এই জয় তিনি তাঁর মা'কে উৎসর্গ করেছিলেন। পাশাপাশি কোচ গোপীচাঁদ ও সাপোর্ট স্টাফদের ধন্য়বাদ জানান এই সাফল্য়ের জন্য়।
আরও পড়ুন: সিন্ধুর বাড়িতে সেলিব্রেশন, দেখুন ভিডিও
আরও পড়ুন: সোনার মেয়ে সিন্ধুকে মোদী-মমতার শুভেচ্ছা
সোমবার বিকালে সিন্ধু ইনস্টাগ্রামে একটি পোস্ট করলেন। তিনি লিখলেন, "যখন জাতীয় পতাকা দেখলাম আর কানে জাতীয় সঙ্গীত এল তখন নিজের চোখের জল ধরে রাখতে পারিনি। গতকালের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। দীর্ঘদিন ধরে বিশ্ব চ্য়াম্পিয়নশিপের জন্য় প্রস্তুতি নিচ্ছিলাম। অবশেষে আমি বিশ্ব চ্য়াম্পিয়ন। আমার বাবা-মা, কোচ (গোপি স্য়ার, মিস কিম), আমার ট্রেনার (শ্রীকান্ত বর্মা) র সমর্থন ছাড়া এটা সম্ভব হত না। আমার স্পনসর ও ফ্য়ানেদের সমর্থনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সকলকে ধন্য়বাদ।"