Advertisment

ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন সাইনা-সিন্ধু-শ্রীকান্ত

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সন্ধ্যায় ছিটকে গেল ভারতের তিন নক্ষত্র। ব্যাডমিন্টনের ফরাসি ওপেনে হারতে হল দেশের তিন সিঙ্গল স্টার শাটলারকে। সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্ত ও পিভি সিন্ধু তিনজনেই হারলেন কোয়ার্টার ফাইনালের স্ট্রেইট সেটে।

author-image
IE Bangla Web Desk
New Update
Saina-Sindhu-Srikant

ফরাসি ওপেন থেকে ছিটকে গেলেন সাইনা-সিন্ধু-শ্রীকান্ত (ছবি-টুইটার)

ফ্রান্সের রাজধানী প্যারিসে এক সন্ধ্যায় ছিটকে গেল ভারতের তিন নক্ষত্র। ব্যাডমিন্টনের ফরাসি ওপেনে হারতে হল দেশের তিন সিঙ্গল স্টার শাটলারকে। সাইনা নেহওয়াল, কিদাম্বি শ্রীকান্ত ও পিভি সিন্ধু তিনজনেই হারলেন কোয়ার্টার ফাইনালের স্ট্রেইট সেটে। বিশ্বের এক নম্বর সাইনা ধরাশায়ী হয়েছেন তাই জু ইংয়ের কাছে। শ্রীকান্তকে হারালেন কেন্টো মোমোটা। পিভি সিন্ধু থামলেন হি বিংজিয়াওর কাছে।

Advertisment

সাইনা-শ্রীকান্ত দু’জনেই হারলেন বিশ্বের এক নম্বর তাই জু ইং ও মোমোটার কাছে। তাইওয়ানে তাই জুকে শেষ এক বছরে হারাতে পারেননি সাইনা। অন্যদিকে জাপানি মোমোটার বিরুদ্ধে শেষ ছ’মাসে জেতেননি শ্রীকান্ত। এ বছর সাইনা শেষ ১৫ বারের মধ্যে ছ’বার সাইনা হেরেছেন তাই জু’র কাছে। শ্রীকান্ত ১৪টি ম্যাচের মধ্যে পাঁচটি হেরেছেন মোমোটার কাছে। গত রবিবারই সাইনা ডেনমার্ক ওপেনের ফাইনালে হেরেছেন তাই জু’র কাছে।

আরও পড়ুন: ডেনমার্ক ওপেনের ফাইনালে হারলেন সাইনা

সাইনা এবার শুরুটা দুর্দান্ত মেজাজে করেছিলেন। ভাল ছন্দেই ছিলেন তিনি। কিন্তু তাই জু’র গতির সঙ্গে পাল্লা দিয়ে উঠতে পারেননি হায়দরাবাদের মেয়ে। সেখান থেকে চারটি গেম পয়েন্ট হারান তিনি। দ্বিতীয় গেমে সাইনাকে দাঁড়াতেই দেননি তাই জু। শেষে ২০-২২, ১১-২১ হারেন সাইনা। ডেনমার্ক ওপেনে সাইনার পারফরম্যান্স ফরাসি ওপেনের তুলনায় ভাল ছিল। শ্রীকান্ত কিন্তু মোমােটার বিরুদ্ধে ভালই লড়েছিলেন। কিন্তু জাপানি শাটলার শেষ পর্যন্ত সামুরাইয়ের মতো লড়লেন। জিতে নিলেন ২১-১৬, ২১-১৯ ব্যবধানে। সিন্ধু ও বিংজিয়াও শুরুটা ভাল করেছিলেন। বিশ্বের দুই ও সাত নম্বরের লড়াই ছিল দেখার মতো। বিংজিয়াও ৬-৯ পিছিয়ে থেকেও দুরন্ত ঘুরে দাঁড়ান। শেষে ২১-১৩, ২১-১৬ জিতে যান।

Saina Nehwal
Advertisment