PV Sindhu wins silver Medal: ফের একবার তীরে এসে তরী ডুবল পিভি সিন্ধুর। মঙ্গলবার এশিয়ান গেমসে ব্যাডমিন্টনের সিঙ্গল ফাইনালে পৌঁছেও শেষরক্ষা হল না দেশের স্টার শাটলারের। বিশ্বের এক নম্বর চিনা তাইপেই প্রতিদ্বন্দ্বী তাই জু ইংয়ের কাছে হারলেন গোপীচাঁদের শিষ্য়া। তাই জুর পক্ষে ফল ২১-১৩, ২১-১৬।
Historic silver! ????????@PV Sindhu played with a Lionheart, but succumbed to an unfortunate loss in the summit clash against top seed Tai Tzu; becomes the first ????????to win silver at #AsianGames, making another precious addition to her credulous medal tally. #IndiaontheRise pic.twitter.com/pnXP15UrAN
— BAI Media (@BAI_Media) August 28, 2018
It’s all over now..Still we are proud of our Sindhu ????????????
— Kidambi Srikanth (@SriKidambi_FC) August 28, 2018
হেরেও ইতিহাসেই লেখা থাকবে সিন্ধুর নাম। কারণ তিনিই দেশের প্রথম ব্যাডমিন্টন খেলোয়াড় হিসেবে এই টুর্নামেন্টের ফাইনালে উঠেছিলে। জাপানের আকানে ইয়ামাগুচিকে হারিয়ে এই নজির গড়েন সিন্ধু। এই ম্যাচে নামার আগে তাই জুর সঙ্গে ১২ বার মুখোমুখি হয়েছিলেন সিন্ধু। মাত্র তিনবার জিতেছিলেন সিন্ধু। সিন্ধুর বিরুদ্ধে সব প্রতিযোগিতা মিলিয়ে তাই জুর এটা টানা দশমবার জয়।
আরও পড়ুন: Asian Games 2018: রুপো নিশ্চিত করে ইতিহাস লিখলেন সিন্ধু
এদিন শুরু থেকেই অপ্রতিরোধ্য মেজাজে ছিলেন তাই জু। যদিও সিন্ধু সোনার দৌড়ে সাধ্যমতো লড়েছিলেন। এমনকি দ্বিতীয় গেমে প্রথমবারের স্কোরলাইন ৪-৪ হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিশ্বের এক নম্বরের কাছে মাথা নোয়াতে বাধ্য হন সিন্ধু।
অন্যদিকে সাইনা নেহওয়ালও ইতিহাস লিখেছেন এশিয়াডে। প্রথম ভারতীয় মহিলা শাটলার হিসেবে এশিয়ান গেমসে পদক পেলেন তিনি।১৯৮২-তে শেষবার সইদ মোদী পুরুষদের ব্যক্তিগত বিভাগে ব্যাডমিন্টনে পদক জিতেছিলেন। ৩৬ বছর পর এই খেলা থেকে পদকপ্রাপ্তি হল ভারতের।
Historic silver! ????????@PV Sindhu played with a Lionheart, but succumbed to an unfortunate loss in the summit clash against top seed Tai Tzu; becomes the first ????????to win silver at #AsianGames, making another precious addition to her credulous medal tally. #IndiaontheRise pic.twitter.com/pnXP15UrAN
— BAI Media (@BAI_Media) August 28, 2018
Congratulations for the Silver @Pvsindhu1 . Great effort . #AsianGames2018 pic.twitter.com/0HxAoXSday
— Virender Sehwag (@virendersehwag) August 28, 2018
Historic ! Well played @Pvsindhu1.
Congratulations for India's first ever Silver medal in Women's Badminton singles event at #AsianGames2018. Proud moment. pic.twitter.com/gPYgOtPAvH— Amit Shah (@AmitShah) August 28, 2018
চলতি বছরে এই নিয়ে চারবার ফাইনালের হার্ডল টপকাতে পারলেন না পিভি সিন্ধু। ব্যক্তিগত ইভেন্টের বেশ কয়েক’টা মেজর ফাইনালে হেরেছেন তিনি। এশিয়াডে নামার আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালেও ক্যারোলিনা মারিনের কাছে হারতে হয়েছে তাঁকে। এর আগে ২০১৬ রিও অলিম্পিকের ফাইনালে বাজিমাত করতে পারেননি সিন্ধু। গতবছর সুপারসিরিজ ফাইনালেও হেরেছেন তিনি। এছাড়া চলতি বছরে ইন্ডিয়ান ওপেন ও থাইল্যান্ড ওপেনে শেষ হাসি হাসতে পারেননি দেশের অলিম্পিক রুপো জয়ী কন্য়া।দেখতে গেলে শেষ সাত বছরে ১২ বার ফাইনাল হেরেছেন হায়দরাবাদের এই শাটলার। এশিয়াড ফাইনালে তাঁর ভাগ্যের চাকা ঘোরার অপেক্ষায় ছিলেন ফ্যানেরা।