Advertisment

সৌদির কাছে হারের পর ছুটি নেননি মেসি, বিশ্বকাপের সেই কাহিনী ফাঁস বন্ধু ডি পলের

সৌদির কাছে হার কীভাবে বদলে দিয়েছিল আর্জেন্টিনাকে, জানালেন ডি পল

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিশ্বকাপ জয়ের টুর্নামেন্টের সূচনাই হয়েছিল সৌদি আরবের কাছে হারের মধ্যে দিয়ে। কাতার বিশ্বকাপে মেসিদের সেই অভিযান নিয়ে এবার মুখ খুললেন চ্যাম্পিয়ন দলের তারকা মিডফিল্ডার রড্রিগো দি পল। এএফএ স্টুডিওকে দেওয়া সাক্ষাৎকারে ডি পল জানিয়েছেন, "সৌদি আরবের কাছে হারের পর আমার আর মেসির মধ্যে সবথেকে তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছিল।"

Advertisment

"সেই ম্যাচের পর সন্ধ্যের দিকে টিম ম্যানেজমেন্টের তরফে পরিবারের সঙ্গে সাক্ষাৎ করার জন্য ছুটি দেওয়া হয়েছিল। তবে কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছা করছিল না আমার। মেসিরও তাই। ৫-৬ ঘন্টা দুজনে একসঙ্গে কাটিয়েছিলাম। সমস্ত কিছু শেয়ার করেছিলাম।" জানিয়েছেন তিনি।

সৌদি আরবের কাছে ১-২ হারই জাগিয়ে দিয়ে যায় আর্জেন্টিনাকে। তারপর গোটা টুর্নামেন্ট জুড়েই বিজয়রথ চালিয়েছেন মেসি-ডি পলরা। ফাইনালেও ফ্রান্স টাইব্রেকারে হেরে যায় মেসিদের সামনে। মেসির ঘনিষ্ঠ বন্ধুদের অন্যতম ডি পল। ২০২০-তে এক সাক্ষাৎকারে আতলেতিকো মাদ্রিদে খেলা তারকা বলে দিয়েছিলেন, ক্যাপ্টেন মেসির জন্য যুদ্ধে যেতেও প্রস্তুত তিনি।

আরও পড়ুন: শনির দশায় ব্রাজিল! বিশ্বকাপে সাড়া জাগানো মরোক্কার কাছে এবার বিধ্বস্ত সেলেকাওরা

যাইহোক, মেসির কেরিয়ারের প্রতি সম্মান জানিয়ে, তাঁর বিশ্বকাপ জয় স্মরণীয় করে রাখতে আর্জেন্টিনীয় ফুটবল ফেডারেশন ট্রেনিং ফেসিলিটির নাম রেখেছে লিওনেল মেসির নামে। শনিবারই এই ঘোষণা করেছে মেসিদের দেশের বোর্ড।

পানামা ম্যাচে জয়ের পর মেসি এমন খবরে উচ্ছ্বসিত হয়ে বলে দিয়েছেন, "দারুণ লাগছে। এই সম্মাননা খুবই স্পেশ্যাল। এই ফেসিলিটির নাম লিওনেল আন্দ্রেস মেসি জানতে পেরে দুর্ধর্ষ অনুভূতি হচ্ছে।"

বৃহস্পতিবার পানামার বিরুদ্ধে কেরিয়ারের ৮০০ তম গোল করে ফেলেছেন এলএমটেন। বিশ্বকাপ জয়ের পর দেশের দর্শকদের সামনে প্ৰথমবার খেলতে নেমেছিলেন মেসিরা। সেই ম্যাচে ২-০ জেতে আর্জেন্টিনা। মঙ্গলবারই আর্জেন্টিনা খেলতে নামছে কুরাকাওয়ের বিরুদ্ধে। দ্বিতীয় প্রীতি ম্যাচে।

Read the full article in ENGLISH

Saudi Arab FIFA World Cup. Football FIFA World Cup Lionel Messi Qatar World Cup 2022 leo messi Argentina saudi arabia
Advertisment