scorecardresearch

FIFA World Cup 2022: লোগো উন্মোচন করল কাতার, রইল ভিডিও

২০২২ বিশ্বকাপের লোগো উন্মোচন করল কাতার। আর ঠিক তিন বছর পরেই ফুটবলের শো-পিস ইভেন্ট বসতে চলেছে মরু দেশে। মহাযজ্ঞের সূচনা হয়ে গেল।

Qatar unveils 2022 FIFA World Cup logo
FIFA World Cup 2022: লোগো উন্মোচন করল কাতার, রইল ভিডিও

২০২২ বিশ্বকাপের লোগো উন্মোচন করল কাতার। আর ঠিক তিন বছর পরেই ফুটবলের শো-পিস ইভেন্ট বসতে চলেছে মরু দেশে। গত মঙ্গলবার বিশ্বকাপের নতুন এই লোগো দোহা এবং কাতারের অনান্য শহরের প্রদর্শিত হয়েছিল। বিশ্বের বিভিন্ন প্রান্তেও এই লোগো ফুটে ওঠে ইমারত কিম্বা দর্শনীয় স্থানের ওপর। জর্ডন, ইরাক, লেবানন ও কুয়েতও দেখেছে নতুন লোগো। বাদ যায়নি মাদ্রিদ, বুয়েনস আইরেস ও বেরুটও।


লোগোতে একটি শাল ব্য়বহার করা হয়েছে। বিশ্বকাপ যেহেতু নভেম্বর-ডিসেম্বর নাগাদ হবে সেজন্য় শীতের প্রতীক হিসাবে শাল ব্য়বহৃত হচ্ছে। এমনটাই বলছে ফিফা। সাধারণত জুন-জুলাইতে বিশ্বকাপ হয়, কিন্তু সেসময় কাতারে প্রচণ্ড গরম থাকে। বলে শীতকালীন বিশ্বকাপ দেখতে চলেছে ফুটবলবিশ্ব। এই লোগোতে আটটি লুপ রয়েছে। বিশ্বকাপ উপলক্ষ্য়ে নির্মিত আটটি নতুন স্টেডিয়ামের বার্তাবাহক হিসাবে।

আরও পড়ুন: ৩২ দেশেরই বিশ্বকাপ কাতারে, জানিয়ে দিল FIFA

ফিফা-র পরিকল্পনা ছিল যে, কাতার বিশ্বকাপেই অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়বে। অর্থাৎ ৩২ এর বদলে ৪৮ দেশের লড়াই দেখবে ফুটবলবিশ্ব। কিন্তু আপাতত সেই পরিকল্পনা বাস্তবায়িত করার রাস্তা খুঁজে পাচ্ছে না ফিফা। ফলে ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা জানিয়ে দিল যে, কাতারে বিশ্বকাপে অংশগ্রহণকারী দেশের সংখ্যা বাড়ছে না। ৩২ দেশীয় বিশ্বকাপই দেখতে চলেছে আরব দেশটি।

Read full story in English

 

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Qatar unveils 2022 fifa world cup logo