Ashwin Reveals Retirement Day Call log: অবসর নেওয়ার পর কারা কারা ফোন করেছেন অশ্বিনকে, ফোনের স্ক্রিনশট শেয়ার করে ঝড় তুললেন কিংবদন্তি স্পিনার

R Ashwin Retirement: নিজের আইফোনের কল লগের স্ক্রিনশট দিয়ে দিলেন অশ্বিন, বড় ঝড় উঠে গেল সঙ্গে সঙ্গেই। ২৫ বছরে তিনি ঠিক কতটা পথ পেরিয়েছেন, বুঝিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার।

R Ashwin Retirement: নিজের আইফোনের কল লগের স্ক্রিনশট দিয়ে দিলেন অশ্বিন, বড় ঝড় উঠে গেল সঙ্গে সঙ্গেই। ২৫ বছরে তিনি ঠিক কতটা পথ পেরিয়েছেন, বুঝিয়ে দিলেন ভারতীয় ক্রিকেটার।

author-image
IE Bangla Sports Desk
New Update
R Ashwin retirement rumour

R. Ashwin's retirement day call log featuring messages from cricket greats: অবসর ঘোষণার দিন রবিচন্দ্রন অশ্বিন। (ফাইল ছবি)

R. Ashwin Reveals Retirement Day Calls from Indian Cricket Legends তাঁর অবসরের দিন ঘোষণার পর অনেকেই স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে বার্তা দিয়েছেন। সেই তালিকায় ভারতীয় দলের তারকারা তো আছেনই। পাশাপাশি রয়েছেন ভারতীয় দলের অবসরপ্রাপ্ত বহু তারকাও। পাশাপাশি রয়েছেন আন্তর্জাতিক তারকারাও। এর সঙ্গেই অশ্বিনের সাথে ফোনে কথাও বলেছেন বহু তারকা ক্রিকেটার।

Advertisment

ভারত- অস্ট্রেলিয়া তৃতীয় টেস্ট ম্যাচ ড্র হওয়ার পরপরই বুধবার অশ্বিন তাঁর অবসরের কথা ঘোষণা করেন। তারপরই বিভিন্ন ব্যক্তি তাঁকে বার্তা দেন, তাঁর সঙ্গে কথা বলেন। এনিয়ে রবিচন্দ্রন অশ্বিন তাঁর অবসরের দিনের কল লগের স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তাতে দেখা যাচ্ছে যে, শচীন টেন্ডুলকার ও কপিল দেবের মত কিংবদন্তিরাও তাঁকে বার্তা দিয়েছেন। এই প্রসঙ্গে সোশ্যাল মিডিয়া এক্স-এর একটি পোস্টে অফ-স্পিনার অশ্বিন লিখেছেন, 'যদি ২৫ বছর আগে কেউ আমাকে বলত যে আমার কাছে একটি স্মার্টফোন থাকবে এবং একজন ভারতীয় ক্রিকেটার হিসেবে আমার কেরিয়ারের শেষ দিনে কল লগটি এরকম দেখাবে, আমি তখন সেখানেই হার্টফেল করতাম! ধন্যবাদ।'

সিরিজের মাঝপথে দুই টেস্ট বাকি থাকা অবস্থায় অশ্বিনের সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে অনেকেই ভ্রু কপালে তুলেছেন। কারণ, পঞ্চম টেস্টে পিচের কন্ডিশন স্পিনারদের অনুকূলে থাকবে বলেই বিশেষজ্ঞদের আশা। অস্ট্রেলিয়ায় চলতি সিরিজে হয়ে যাওয়া তিনটি টেস্টের মধ্যে অশ্বিন মাত্র একটিতে খেলেছেন। অবসরের আগে তিনি ভারতীয় ক্রিকেট দলের হয়ে ৫৩৭টি টেস্ট উইকেট নিয়েছেন। ভারতের হয়ে তিনিই দ্বিতীয় সর্বোচ্চ উইকেটপ্রাপক বোলার। তাঁর আগে রয়েছেন শুধুমাত্র অনিল কুম্বলে। কুম্বলের উইকেট প্রাপ্তির সংখ্যা ৬১৯।

অশ্বিনের এই অবসর গ্রহণের সিদ্ধান্তে রীতিমতো উদ্বিগ্ন তাঁর অনুরাগীরা। বৃহস্পতিবার চেন্নাইতে ফিরে, অশ্বিন সেই উদ্বিগ্ন ভক্তদের আশ্বস্ত করে জানিয়েছেন যে, তাঁর ক্রিকেট যাত্রা এখনও শেষ হয়নি। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভারতীয় ক্রিকেটের এই কিংবদন্তি জানিয়েছেন যে তিনি আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএলে) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন।

Advertisment

আরও পড়ুন- বুমরার শিকার হয়েছেন বারবার, দলের তারকাকে বাদ দিল অস্ট্রেলিয়া! শেষ ২ টেস্টে জোড়া বদল

এই ব্যাপারে সংবাদমাধ্যমকে অশ্বিন বলেন, 'আমি আসন্ন আইপিএলে সিএসকে (CSK)-এর হয়ে খেলতে যাচ্ছি। আমি যতদিন পারি খেলার চেষ্টা করব। আশাকরি, এতে আপনারা অবাক হবেন না। আমি মনে করি না ক্রিকেটার অশ্বিন শেষ হয়ে গেছে। আমি মনে করি, ভারতীয় জাতীয় দলের ক্রিকেটার অশ্বিন সম্ভবত তাঁর সময় পেরিয়ে গিয়েছেন, এইটুকুই মাত্র।' 

Test cricket Australia Ravichandran Ashwin Cricket News Indian Cricket Team Australia Cricket Team Border-Gavaskar Trophy