Sreesanth and Indian cricket racism: বিরাট অভিযোগ করলেন ভারতীয় জাতীয় দলের প্রাক্তন তারকা। তিনি ভারতীয় ক্রিকেটে বর্ণবৈষম্যের অভিযোগ করেছেন। তাঁর জন্মস্থান কেরল। আর, তাঁকে ভারতীয় জাতীয় দলে আজীবন 'মাদ্রাসি' বলে ডাকা হয়েছে। এমনটাই অভিযোগ ওই তারকা ক্রিকেটারের।
ওই প্রাক্তন ভারতীয় ক্রিকেটার হলেন এস শ্রীসান্থ। ভারতের ২০০৭ টি২০ বিশ্বকাপ এবং ২০১১ একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য শ্রীসান্থের অভিযোগ, তিনি যে কেরল থেকে এসেছেন তা দলের কারও অজানা ছিল না। তারপরও তাঁকে তামিলনাড়ুর লোক বা মাদ্রাজের লোক বা মাদ্রাসি বলা হত। আর, সেটা আজীবন তাঁকে শুনতে হয়েছে। ২০০৫ সালের অক্টোবরে নাগপুরে শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের ম্যাচের মাধ্যমে শ্রীসান্থের ভারতীয় দলে অভিষেক হয়। ভারতের জাতীয় দলের হয়ে তিন ফরম্যাটেই খেলা শ্রীসান্থের আন্তর্জাতিক ক্রিকেটে ১৬৯টি উইকেট আছে।
সেই শ্রীসান্থ একটি শো-এ অভিযোগ করেন, 'আমাকে সারাজীবন (যতদিন জাতীয় দলে ছিলেন) ওই নামে ডেকে এসেছে। বোম্বের চেয়ে নীচুমানের মানেই যেন মাদ্রাসি। এটা আমি অনূর্দ্ধ ১৩, অনূর্দ্ধ ১৪. অনূর্দ্ধ ১৬, অনূর্দ্ধ ১৯- সব জায়গায় শুনেছি।'
শ্রীসান্থ বলেন, 'আমরা কোচি দল (কেরালা টাস্কার্স)-এর হয়ে খেলতাম। বর্তমানে ওই দলটাই উঠে গেছে। এখনও ওরা বেতন শোধ করতে পারেনি।' প্রাক্তন ভারতীয় পেসার ২০১১ সালের আইপিএলে ওই দলের হয়ে খেলেছেন। কিন্তু, পরের আইপিএলের আগেই দলটা উঠে যায়। শ্রীসান্থের অভিযোগ, ওই দলের কাছে তাঁদের অনেক টাকা বাকি আছে। শুধু তাঁরই নয়, আরও অনেকের। তাঁর কথায়, 'ওদের অনেক টাকা দিতে হবে। কেউ এখনও টাকা পায়নি। মুরালিধরন স্যার (মুথাইয়া মুরালিধরন), মাহেলা জয়বর্ধনে, ম্যাককালাম, জাদেজা- সবাই ছিল। সবার টাকা বাকি।'
আরও পড়ুন- ঘরের মাঠে রাজস্থানকে ৫ উইকেটে হারাল চেন্নাই, রুতুরাজ গায়কোয়াড় অপরাজিত ৪২
শ্রীসান্থ বলেন, 'আমি যে কথাটা বলছি, কেউ বলে না। কেউ মুখ খোলে না। কিন্তু, বিসিসিআই ওদের অনেক টাকা দিয়েছে। তাই কোচি আমাদের অর্থ দিক। প্রতিবছর ১৮% সুদটাও মিটিয়ে দিক।' কার্যত শ্লেষমাখানো বিদ্রূপ করে শ্রীসান্থ কোচি দলের কর্তাদের উদ্দেশে বলেছেন, 'আমার মনে হয়, আমার সন্তানের বিয়ে হওয়ার সময় হয়তো টাকা পাব!'