মর্যাদা সম্পন্ন লরিয়েস স্পোর্টস পুরস্কার জেতার জন্য রাফায়েল নাদাল এবার লিওনেল মেসির ওপর বাজি ধরলেন। নাদাল-মেসির সঙ্গেই এবার লরিয়েস পুরস্কার জেতার লড়াইয়ে রয়েছেন স্টিফেন কারি, কিলিয়ান এমবাপে, ম্যাক্স ভেস্টেরাপ্পান এবং মান্ড ডুপ্লেনতিস। নাদাল নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, লরিয়েসের বর্ষসেরা পুরস্কারের জন্য আরও একবার মনোনীত হতে পারা সম্মানের বিষয়। তবে এবার পুরস্কার যেন মেসির হাতে ওঠে। তুমি এটার যোগ্য দাবিদার।"
২০২১-এ লরিয়েসের বর্ষসেরা পুরস্কার জিতেছিলেন নাদাল। সেই সময় নাদালকে শুভেচ্ছা জানান মেসি। ভিডিও বার্তায় স্প্যানিশ টেনিস নক্ষত্রকে শুভেচ্ছা জানাতে গিয়ে বলেন, "নিজের কঠোর পরিশ্রম, ধৈর্য্য এবং সর্বোচ্চ স্থানে এত বছর থাকার জন্য নাদাল বাকিদের কাছে অনুপ্রেরণা।
কিছুদিন আগে শেষ হওয়া বিশ্বকাপে নাদাল জানিয়েছিলেন, নিজের দেশের পাশাপাশি তিনি মেসি এবং আর্জেন্টিনাকে সমর্থন করছেন। জানান, মেসির হাতে বিশ্বকাপ দেখে আনন্দে তাঁর চোখে জল এসে গিয়েছিল। নাদাল বলেছিলেন, "মেসিকে কাপ তুলে ধরতে দেখে চোখের জল বাঁধ মানেনি। একজন একটা পুরস্কারের জন্য এত কষ্ট সহ্য করার পর অবশেষে সেটা অর্জন করতে সমর্থ হওয়ায় আবেগে নিজেকে ঠিক রাখতে পারিনি।"
নাদাল নিজের অবসর পরিকল্পনা জানাতে গিয়ে জানুয়ারিতে মেসির প্রসঙ্গ এনে বলে দেন, সাতবারের ব্যালন ডি'অর জয়ী তারকা যখন অবসর নেবেন তখন বিশ্বক্রীড়ায় বড়সড় শূন্যতা তৈরি হবে। "যাঁরা খেলার খোঁজখবর রাখেন বা রাখেন না তাঁরা প্রত্যেকেই অবসর নেওয়া তারকাকে প্রশংসায় ভাসিয়ে দেন। কেউই চায় না মেসি, টাইগার উডসরা অবসর নিক। আমি ওঁদেরকে টিভিতে দেখতে পছন্দ করি। ভবিষ্যতেও ওঁদের দেখতে চাই।" জানিয়েছিলেন নাদাল।
Read the full article in ENGLISH