Advertisment

স্ট্রেট সেটে প্রতিপক্ষকে হারিয়ে ফাইনালে নাদাল, প্রতিপক্ষ মেদভেদভ

রবিবারের ফাইনালে নাদাল ট্রফি জয়ের যুদ্ধে নামবেন রাশিয়ার দানিল মেদভেদভের বিপক্ষে। পঞ্চম বাছাই তারকা এদিন টুর্নামেন্টের বাইরে পাঠালেন গ্রিগর দিমিত্রভকে। যিনি কয়েকদিন আগেই ফেডেরারকে হারিয়েছিলেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Rafael Nadal

রাফায়েল নাদাল ফাইনালে ওঠার পরে (টুইটার)

রাফায়েল নাদাল ইউএস ওপেন ফাইনালে। সেমিফাইনালে স্ট্রেট সেটে ইতালির মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে পঞ্চমবার ইউএস ওপেন খেতাবের আরও কাছে পৌঁছে গেলেন। প্রথম সেটেই দুটো সেট খোয়ানোর মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। তবে স্বমহিমায় ফিরে নাদাল ফ্ল্যাশিং মেডোয় ইতালিয়ান প্রতিদ্বন্দ্বীকে ওড়ালেন ৭-৬ (৮-৬), ৬-৪, ৬-১ ফলাফলে। অন্যদিকে টুর্নামেন্টের দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকার কাছে হারলেও ২৩ বছরের ইতালিয়ান তারকা দেখিয়ে দিলেন, তাঁকে কেন ভবিষ্যতের তারকা বলা হচ্ছে।

Advertisment

রবিবারের ফাইনালে নাদাল ট্রফি জয়ের যুদ্ধে নামবেন রাশিয়ার দানিল মেদভেদভের বিপক্ষে। পঞ্চম বাছাই তারকা এদিন টুর্নামেন্টের বাইরে পাঠালেন গ্রিগর দিমিত্রভকে। যিনি কয়েকদিন আগেই ফেডেরারকে হারিয়েছিলেন। আর্থার অ্যাশ স্টেডিয়ামে দিমিত্রভ এদিন হারলেন ৭-৬ (৭-৫), ৬-৪, ৬-৩ ফলাফলে।

আরও পড়ুন সোয়ার্ৎজম্যানকে হারিয়ে যুক্তরাষ্ট্র ওপেনের শেষ চারে নাদাল

ক্লে কোর্টের রাজা বলা হয় নাদালকে। তবে নাদাল এবার ফেডেরারের সাম্রাজ্য ছুঁয়ে সর্বকালের সর্বসেরা হওয়ার দৌড়ে। অ্যান্ডি মারে বিহীন চলতি গ্র্যান্ড স্ল্যামে এমনিতেই আগে বিদায় ঘটে গিয়েছে ফেডেরার এবং তাঁরও আগে জকোভিচের। তাই রবিবারের যুদ্ধে যে নাদাল হট ফেভারিট, তা আর বলার অপেক্ষা রাখে না।

প্রথম সেটেই ছটা ব্রেক পয়েন্টের একটাও কাজে লাগাতে পারেননি নাদাল। তাই ম্যাচ শেষে নাদাল বলছেন, "প্রথম সেট একটু হতাশাজনক ছিল। বেশ কিছু ফ্রি পয়েন্ট হারাতে হয়েছে। পাশাপাশি এমন প্রতিপক্ষের বিরুদ্ধে টাই ব্রেকারে খেলতে কেউ চাইবে না।" সেই সঙ্গে স্প্যানিশ তারকার সংযোজন, "টাই ব্রেকারে একটু ভাগ্যবান ছিলাম। তবে তা কাটিয়ে উঠেছি অবশেষে। ম্যাচে শান্তশিষ্টভাবে আক্রমণাত্মক টেনিস খেলেছি।"

Read the full article in ENGLISH

Rafael Nadal
Advertisment