/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/09/choto-1.jpg)
ম্য়ারাথন ফাইনালের পর শেষ হাসি নাদালের, কেরিয়ারের চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন স্প্য়ানিশ সম্রাটের (ছবি-টুইটার/যুক্তরাষ্ট্র ওপেন)
রবিবাসরীয় যুক্তরাষ্ট্র ওপেন দেখল রুদ্ধশ্বাস ম্য়ারাথন ফাইনাল। পাঁচ ঘণ্টা ধরে চলা শিরোপা নির্ধারক ম্য়াচের পাঁচ সেটের লড়াইয়ের পর চ্য়াম্পিয়ন হলেন রাফায়েল নাদাল। টুর্নামেন্টের পঞ্চম বাছাই ড্য়ানিল মেদভেদেভকে হারিয়ে স্প্য়ানিশ রাজপুত্র কেরিয়ারের চতুর্থ যুক্তরাষ্ট্র ওপেন ও ১৯ নম্বর গ্র্য়ান্ড স্ল্য়াম জিতলেন। নাদালের পক্ষে ফল ৭-৫, ৬-৩, ৫-৭, ৪-৬, ৬-৪।
???? @RafaelNadal wins his 4⃣th @usopen ???? and 1⃣9⃣th Grand Slam title overall.
Rafa defeats @DaniilMedwed 7-5 6-3 5-7 4-6 6-4.
#USOpenpic.twitter.com/Msnc3UCeqY— Roland-Garros (@rolandgarros) September 9, 2019
রোলা গাঁরোয় এই নিয়ে ষষ্ঠ বার ফাইনালে নেমেছিলেন নাদাল। নিউ ইয়র্কের আর্থার অ্যাশ স্টেডিয়ামে স্পেনের বাসিন্দা আবারও প্রমাণ করে দিলেন তিনি হার্ডকোর্টের মাস্টার। লাল মাটির রাজা হিসেবে আগেই নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন টেনিস দুনিয়ায়। ৩৩ বছরের নাদাল ফাইনালে রাশিয়ানকে হারানোর পরেই অনন্য় নজির গড়লেন। বাঁ-হাতি এই খেলোয়াড় এখন এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সী দ্বিতীয় খেলোয়াড় হিসাবে জিতলেন। এর আগে অস্ট্রেলিয়ার কেন রোসওয়াল ১৯৭০ সালে ৩৫ বছরে যুক্তরাষ্ট্র ওপেন জেতেন।
আরও পড়ুন: সেরেনার স্বপ্ন ভেঙে টেনিসে নতুন রাণী বিয়াঙ্কা
Well done, kid! @Bandreescu_ defeats @serenawilliams 6-3 7-5 and becomes the 2019 @usopen champion ???? pic.twitter.com/7RGdix8sn7
— Roland-Garros (@rolandgarros) September 7, 2019
অন্য়দিকে গত শনিবারই যুক্তরাষ্ট্র ওপেনের মহিলাদের বিভাগে সেরেনা উইলিয়ামসকে হারিয়ে চ্য়াম্পিয়ন হয়েছিলেন বিয়াঙ্কা আন্দ্রেয়েস্কো।সেরেনার স্বপ্ন গুঁড়িয়ে ইউএস ওপেন পেল নতুন চ্যাম্পিয়নকে। মাত্র ১৯ বছরেই গ্র্যান্ড স্ল্যাম জিতলেন কানাডার স্বর্ণকেশী।সেরেনাকে স্ট্রেট সেটে হারানবিয়াঙ্কা। তাঁর পক্ষে ফল ৬-৩, ৭-৫।