Advertisment

IPL 2019: রাহানেকে দিতে হবে ১২ লক্ষ টাকার জরিমানা

আইপিএলের চলতি মরসুমটা একেবারেই ভাল যাচ্ছে না অজিঙ্ক রাহানের। ব্যাক-টু-ব্যাক তিন ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস। এসবের মাঝেই রাহানেকে দিতে হচ্ছে বিরাট অংকের জরিমানা।

author-image
IE Bangla Web Desk
New Update
Ajinkya Rahane fined 12 Lakh for slow over rate

IPL 2019: রাহানেকে দিতে হবে ১২ লক্ষ টাকার জরিমানা (ছবি-টুইটার)

আইপিএলের চলতি মরসুমটা একেবারেই ভাল যাচ্ছে না অজিঙ্ক রাহানের। ব্যাক-টু-ব্যাক তিন ম্যাচ হেরেছে রাজস্থান রয়্যালস। এসবের মাঝেই রাহানেকে দিতে হচ্ছে বিরাট অংকের জরিমানা। ধোনিদের বিরুদ্ধে স্লো-ওভাররেটের জন্য তাঁকে দিতে হচ্ছে ১২ লক্ষ টাকার ফাইন।

Advertisment

আইপিএলের পক্ষ থেকে এক বিবৃতি মারফত জানানো হয়েছে, "রাজস্থান রয়্যালসের অধিনায়ক অজিঙ্ক রাহানেকে ১২ লক্ষ টাকা ফাইন দিতে হচ্ছে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে দলের স্লো ওভাররেটের জন্য়। আইপিএলের কোড অফ কনডাক্ট অনুযায়ী এটাই তাঁর টিমের প্রথম অপরাধ।"

আরও পড়ুন: রাজস্থানকে হারিয়ে জয়ের হ্য়াটট্রিক চেন্নাইয়ের


কিংস ইলেভেন পাঞ্জাবের কাছে প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়েছিল তারা। এরপর দ্বিতীয় ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের কাছেও হেরেছে রাজস্থান। এমনকি রবিবার চেন্নাই সুপার কিংসের সঙ্গেও পেরে ওঠেনি তারা। আগামী ২ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্য়াঙ্গালোরের সঙ্গে ঘরের মাঠে পরের ম্যাচ খেলবে রাহানে অ্যান্ড কোং।

চিপকে ধোনির মারকাটারি ইনিংসে (৪৬ বলে ৭৫) ভর করে চেন্নাই ১৭৫ রান তুলেছিল। জবাবে রাহানের টিম শুরুতেই তাসের ঘরের মতো ভেঙে পড়তে শুরু করে। কিন্তু শেষ দিকটা তারাও লড়াই করার আপ্রাণ চেষ্টা চালায় বেন স্টোকসের ব্যাটে। স্টোকস ফিরতেই রাহানেদের জয়ের আশা শেষ হয়ে যায়। আট রানেই হারে রাজস্থান। এখন দেখার বিরাটদের বিরুদ্ধে রাহানেরা জয় পায় কি না!

Chennai Super Kings Rajasthan Royals IPL
Advertisment