/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/Rahul-Bheke_.jpg)
জাতীয় দলে রাহুল ভেকে (টুইটার)
চলতি মাসেই বাংলাদেশের বিরুদ্ধে ফুটবল বিশ্বকাপের যোগ্যতাঅর্জনকারী পর্বে খেলতে নামছে ভারতীয় দল। আর সেই ম্যাচ থেকেই ছিটকে গেলেন নির্ভরযোগ্য ডিফেন্ডার রাহুল ভেকে। ১৫ তারিখে সেই ম্যাচের আগে প্রস্তুতি ক্যাম্প হবে গুয়াহাটিতে। সেই ক্যাম্পের জন্যই রাহুল ভেকেকে ২৯ জনের স্কোয়াডে রেখেছিলেন কোচ ইগর স্টিম্যাচ। তবে চোটের কারণে ক্যাম্পে যোগ দেওয়ার আগেই ছিটকে যেতে হল তাঁকে।
ভারতীয় ফুটবল সংস্থার টুইটার হ্যান্ডলে লেখা হয়, চোটের কারণে গুয়াহাটিতে প্রস্তুতি ক্যাম্পে যোগ দিতে পারবেন না রাহুল ভেকে। দ্রুত সুস্থ হয়ে উঠুক রাহুল। যদিও চোটের কারণ বা প্রকৃতি সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি টুইটারে।
Owing to an injury, @RahulBheke will not be able to join the #BlueTigers ' ???? preparatory camp ???? before @FIFAWorldCup qualifier against Bangladesh ????????.
We wish him a speedy recovery ????????#BackTheBlue ???? #IndianFootball ⚽ pic.twitter.com/A5EFcFJLa1
— Indian Football Team (@IndianFootball) October 2, 2019
আরও পড়ুন ইস্ট-মোহনের ডেরায় ভারত-বধে বাংলাদেশের কোচের অনুপ্রেরণা স্টোকসরা
২৮ বছরের তারকা ফুটবলার চলতি বছরের জুন মাসে তাইল্যান্ডে কিংস কাপে জাতীয় দলের জার্সিতে অভিষেক ঘটান। এরপর বিশ্বকাপের যোগ্যতা অর্জনকারী পর্বে ই গ্রুপে ওমান ও কাতার দুটো ম্যাচেই প্রথম একাদশে ছিলেন। ৫ সেপ্টেম্বর গুয়াহাটিতে ওমানের কাছে ১-২ ব্যবধানে ভারত পরাজিত হয়। যদিও এরপরে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটিয়ে দোহাতে শক্তিশালী কাতারের বিরুদ্ধে গোলশুন্য ড্র করে টিম ইন্ডিয়া।
১৫ তারিখে কলকাতায় বাংলাদেশের বিপক্ষে হোম ম্যাচ খেলার পরে নভেম্বরে ১৪ ও ১৯ তারিখে অ্যাওয়ে ম্যাচে ভারত মুখোমুখি হবে যথাক্রমে আফগানিস্তান ও ওমানের বিপক্ষে।
Read the full article in ENGLISH