Advertisment

বোর্ডের চুক্তিপত্রে এখনও সই-ই করিনি! জয় শাহদের ঘোষণার পরেই বোমা ফাটালেন দ্রাবিড়

বিসিসিআইয়ের ঘোষণার পরেই বিতর্ক তুঙ্গে

author-image
IE Bangla Sports Desk
New Update
dravid-bcci

টিম ইন্ডিয়ার সঙ্গে এখনও চুক্তি চূড়ান্ত হয়নি দ্রাবিড়ের (টুইটার)

২৪ ঘন্টা আগেই বোর্ডের তরফে ঢাক ঢোল পিটিয়ে রাহুল দ্রাবিড়ের সঙ্গে চুক্তি বর্ধিত করার ঘোষণা করা হয়েছিল। রীতিমত প্রেস বিজ্ঞপ্তি দিয়ে বোর্ড জানিয়েছিল টি২০ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত টিম ইন্ডিয়ার কোচ থাকছেন রাহুল দ্রাবিড়-ই। তবে বোর্ডের সেই ঘোষণাকেই কার্যত বুড়ো আঙুল দেখিয়ে দিলেন রাহুল দ্রাবিড়। বলে দিলেন, বোর্ডের সঙ্গে তাঁর আলোচনা চলছে। তবে এখনও তিনি কোনও চুক্তিপত্রে স্বাক্ষর করেননি।

Advertisment

ওয়ার্ল্ড কাপের পরেই রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তবে বিসিসিআইয়ের তরফে দ্রাবিড়কে নতুন প্রস্তাব দেওয়া হয়েছিল। হেড কোচ হিসেবে দ্রাবিড়ের টিম ইন্ডিয়া টি২০ ওয়ার্ল্ড কাপের সেমিফাইনালে পৌঁছেছে। দু-বার ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন্সশিপের ফাইনালেও উঠেও নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে হারতে হয়েছে ভারতকে। মাত্র কয়েকদিন আগে ওয়ার্ল্ড কাপের ফাইনালেও সেই অস্ট্রেলিয়ার কাছেই চূর্ণ হয়েছে ভারতের স্বপ্ন।

বিশ্বকাপ ফাইনাল হারের মঞ্চে দ্রাবিড় জানিয়েছিলেন, এতটাই তিনি দলের জন্য ব্যস্ত ছিলেন যে নিজের কোচিং ভবিষ্যত নিয়ে কোনও রকম ভাবনাচিন্তা করার অবকাশ পাননি তিনি।

বৃহস্পতিবার দ্রাবিড় বোর্ডের সঙ্গে চুক্তি নবিকরণের বৈঠকের পর সাংবাদিকদের জানিয়ে দিলেন, "বোর্ডের সঙ্গে কোনওরকম চুক্তি স্বাক্ষর হয়নি এখনও। নিজের কোচিংয়ের মেয়াদ নিয়ে বোর্ডের সঙ্গে আলোচনা চলছে। বোর্ডের তরফে নথিপত্র পেলেই সই করে দেব।

বিশ্বকাপের পর বোর্ডের ভাবনায় নতুন হেড কোচ হিসেবে ছিলেন আশিস নেহরা। আগামী বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজ এবং মার্কিন যুক্তরাষ্ট্রে বসছে টি-২০’র আসর। সেই মেগা ইভেন্টের জন্যই বোর্ডের তরফে আশিস নেহরার কাছে কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বিশ্বকাপ শেষের ঠিক পরে। কোচ হিসেবে নেহরার প্রোফাইল বেশ উজ্জ্বল। গুজরাট টাইটান্স-এ দুটো সিজন কোচিং করিয়েছেন। এক সিজন দলকে চ্যাম্পিয়ন করেছেন। অন্য সিজনে তাঁর দল রানার্স আপ হয়েছে।

বিসিসিআইয়ের প্ল্যানিং ছিল দ্রাবিড়ের মেয়াদ উত্তীর্ণ হলেই টি-২০’র জন্য আলাদা কোচ নিয়োগ করা। সেই জন্যই গুজরাট টাইটান্স-এর হয়ে আইপিএল জয়ী কোচ আশিস নেহরাকে হেড কোচ হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে সেই প্রস্তাব সবিনয়ে প্রত্যাখ্যান করে দেন আশিস নেহরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস আগেই জানিয়েছিল, নির্বাচক প্রধান অজিত আগারকার এবং ক্যাপ্টেন রোহিত শর্মার ইচ্ছা ছিল রাহুল দ্রাবিড় অন্তত আগামী টি২০ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত চালিয়ে যান। বোর্ডের এই নতুন প্রস্তাবে মিস্টার ডিপেন্ডেবল রাজি হলে তাঁর কোচিং স্টাফের বাকি সাপোর্ট স্টাফ ব্যাটিং কোচ বিক্রম রাঠোর, বোলিং কোচ পরশ মামব্রেদের সঙ্গে চুক্তিও বাড়ানো হবে।

BCCI Rahul Dravid Indian Cricket Team Indian Team
Advertisment