শচীনকে পেরিয়ে শ্রেষ্ঠত্বের শিরোপা, দ্রাবিড়ই সর্বকালের সেরা

উইজডেন ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, "খেলোয়াড়ি জীবনে যেভাবে ক্রিজ আঁকড়ে লড়াই চালাতেন, পাল্টা দিতেন, সেভাবেই পোলিংয়ে লড়াই চালিয়ে ভালো ব্যবধানে জিতলেন দ্রাবিড়।"

উইজডেন ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, "খেলোয়াড়ি জীবনে যেভাবে ক্রিজ আঁকড়ে লড়াই চালাতেন, পাল্টা দিতেন, সেভাবেই পোলিংয়ে লড়াই চালিয়ে ভালো ব্যবধানে জিতলেন দ্রাবিড়।"

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

৪৮ ঘন্টা আগেই মুখ খুলেছিলেন গৌতম গম্ভীর। জানিয়ে দিয়েছিলেন, দ্রাবিড় নিজের প্রাপ্য সম্মান পাননি। সারা জীবন শচীনের ছায়ায় কাটিয়েছেন। গম্ভীরের সেই যুক্তিকে মান্যতা দিয়েই এবার হাতে নাতে ফলাফল মিলল উইজডেনের পোলে।

Advertisment

উইজডেনের আয়োজিত সোশাল মিডিয়া ভোটে সামান্য ব্যবধানে শচীনকে হারিয়ে চ্যাম্পিয়ন রাহুল শরদ দ্রাবিড়। দর্শকদের বিচারে সেরা মিস্টার ডিপেন্ডবল। তিনিই ভারতের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান।

উইজডেনের সেই সোশ্যাল মিডিয়া ভোটিংয়ে ৫২ শতাংশ ভোট পেয়েছেন কর্ণাটকী কিংবদন্তি। শচীন পেয়েছেন ৪৮ শতাংশ। ১১৪০০ জন ক্রিকেট সমর্থক এই ভোটিং প্রক্রিয়ায় অংশ নিয়েছিলেন।

Advertisment

উইজডেন ইন্ডিয়ার প্রতিবেদনে জানানো হয়েছে, "খেলোয়াড়ি জীবনে যেভাবে ক্রিজ আঁকড়ে লড়াই চালাতেন, পাল্টা দিতেন, সেভাবেই পোলিংয়ে লড়াই চালিয়ে ভালো ব্যবধানে জিতলেন দ্রাবিড়।"

ভারতের সর্বকালের সেরা টেস্ট ব্যাটসম্যান কে, এই প্রশ্নে ছিলেন সুনীল গাভাস্কার, বিরাট কোহলির মত মহাতারাদের নাম-ও। দুজনেই সেমিফাইনালে পৌঁছেছিলেন। তবে ফাইনালের লড়াইয়ে গাভাস্কার, কোহলিদের পেরিয়ে মুখোমুখি যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন দুই সতীর্থ। সেখানেই শচীনের কাছ থেকে শিরোপার তাজ ছিনিয়ে নেন দ্রাবিড়। কোহলিকে হারিয়ে তৃতীয় সেরা গাভাস্কার।

কিছুদিন আগেই দ্রাবিড় ও শচীনকে নিয়ে বলতে গিয়ে অন্য এক সতীর্থ ভিভিএস লক্ষ্মণ জানান, কঠোর পরিশ্রমের মাধ্যমে শচীনের পর্যায়ে নিজেকে তুলে নিয়ে যেতে সমর্থ হয়েছেন দ্রাবিড়। তার-ই যেন প্রতিফলন এবার উইজডেনের ভোটিংয়ে।

Sachin Tendulkar Rahul Dravid