Advertisment

Rahul Dravid-Jay Shah: বিশ্বকাপ জিতেই পদত্যাগ কেন করলেন দ্রাবিড়! আসল ঘটনা সামনে এনে ঝড় তুললেন জয় শাহ

Rahul Dravid stepped down as Team India head coach: রাহুল দ্রাবিড় সরে দাঁড়ানোর পর শ্রীলঙ্কা সফর থেকেই নতুন কোচ দায়িত্ব নেবেন টিম ইন্ডিয়ার। এমনটাই সোমবার জানালেন বোর্ড সচিব জয় শাহ।

author-image
IE Bangla Sports Desk
New Update
India's Head Coach Rahul Dravid with BCCI Secretary Jay Shah during celebration after India defeated South Africa in the ICC Men's T20 World Cup final cricket match, at Kensington Oval, in Bridgetown, Barbados

বার্বাডোসের ব্রিজটাউনের কেনসিংটন ওভালে আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ক্রিকেট ম্যাচে ভারত দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করার পরে উদযাপনের সময় বিসিসিআই সচিব জয় শাহের সাথে ভারতের প্রধান কোচ রাহুল দ্রাবিড়। (পিটিআই)

Jay Shah on Rahul Dravid: জাতীয় দলের কোচ হিসেবে আর চালিয়ে যেতে চাননি রাহুল দ্রাবিড়। এমনটাই এবার জানিয়ে দিলেন জয় শাহ। বার্বাডোজে সাংবাদিকদের বোর্ড সচিব জানিয়েছেন, "পারিবারিক দায়বদ্ধতার কারণে উনি কোচিং করাতে রাজি হননি। ওঁর সিদ্ধান্তকে আমরা সমর্থন করি। আমি ওঁকে মোটেই থাকার জন্য জোরাজুরি করিনি।"

Advertisment

জয় শাহ বিশ্বকাপজয়ী হেড কোচ রাহুল দ্রাবিড়ের প্রশংসায় পঞ্চমুখ। প্রশাসক এবং ক্রিকেটার হিসেবেও দ্রাবিড়ের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। "গত সাড়ে পাঁচ বছর ধরে রাহুল দ্রাবিড় ভারতীয় ক্রিকেটের দায়িত্ব সামলেছেন। তারপর গত আড়াই বছর ধরে টিম ইন্ডিয়ার হেড কোচ হয়েছেন।" বলেছেন তিনি

গত বিশ্বকাপের পরেই রাহুল দ্রাবিড়ের কোচিং মেয়াদ শেষ হয়ে গিয়েছিল। তবে তাঁর মেয়াদ বাড়ানোর পথে হাঁটে বিসিসিআই। তার কারণ-ও ব্যাখ্যা করেছেন তিনি, "টি২০ বিশ্বকাপ জয়ে রাহুল দ্রাবিড়ের ভূমিকা রোহিত শর্মার মতই গুরুত্বপূর্ণ। উনি সেই ব্যক্তি যিনি ওয়ার্ল্ড কাপের ফাইনালে দলকে তুলেছিলেন গত বছর। তারপর উনি ছাড়েননি। পুরো কাজ সম্পন্ন করতে চেয়েছিলেন।"

রাহুল দ্রাবিড় সরে দাঁড়ানোর পর শ্রীলঙ্কা সফর থেকেই নতুন কোচ দায়িত্ব নেবেন টিম ইন্ডিয়ার। এমনটাই সোমবার জানালেন বোর্ড সচিব জয় শাহ।

জয় শাহ বলে দিয়েছেন, "কোচ এবং নির্বাচকদের নিয়োগ খুব শীঘ্রই শুরু হবে। সিএসি (ক্রিকেট এডভাইসারি কমিটি) ইন্টারভিউয়ের পর দুজনের নাম চূড়ান্ত করেছে। সেই বাছাই নামের নিয়ে মুম্বইয়ে ফিরে সেই অনুযায়ী কাজ করব। ভিভিএস লক্ষ্মণ জিম্বাবোয়ে যাচ্ছেন হেড কোচ হিসেবে। তবে শ্রীলঙ্কা সিরিজে শীঘ্রই নতুন কোচ দায়িত্ব নেবেন।"

জয় শাহ আরও জানাচ্ছেন, রোহিত-বিরাটের অবসরের পর রূপান্তর পর্ব চালু হয়ে গিয়েছে টিম ইন্ডিয়ায়। "আমাদের সেরার সেরা বেঞ্চ স্ট্রেন্থ রয়েছে। এই দলের মাত্র তিন-চারজন জিম্বাবোয়ে যাচ্ছে। প্রয়োজন পড়লে আমরা তিনটে দল নামাতে পারি। গ্রেট ক্রিকেটারদের অবসরের পর রূপান্তর পর্ব চালু হয়েছে টিম ইন্ডিয়ায়।"

শ্রীলঙ্কা সফরের আগে শুভমান গিলের নেতৃত্বে একদম তরুণ এক ভারতীয় স্কোয়াড রওনা দেবে জিম্বাবোয়ে সফরে। জুলাইয়ের ৬ তারিখ থেকে শুরু হবে জিম্বাবোয়ে সিরিজ। জুলাইয়ের ২৭ থেকে ছয় ম্যাচের শ্রীলঙ্কা সফর শুরু হবে।

Indian Team Jay Shah Rahul Dravid BCCI Indian Cricket Team
Advertisment