scorecardresearch

জাতীয় দল ছেড়ে বাড়ি ফিরে গেলেন দ্রাবিড়! বড় দুঃসংবাদ আছড়ে পড়ল টিম ইন্ডিয়ায়

শ্রীলঙ্কা সিরিজের মধ্যেই বড় দুঃসংবাদ মিলল

জাতীয় দল ছেড়ে বাড়ি ফিরে গেলেন দ্রাবিড়! বড় দুঃসংবাদ আছড়ে পড়ল টিম ইন্ডিয়ায়

শরীর খারাপ। তাই কলকাতা থেকেই সরাসরি বেঙ্গালুরুতে নিজের বাড়ি ফিরে যাচ্ছেন রাহুল দ্রাবিড়। একাধিক প্রচারমাধ্যমে জানানো হচ্ছে, ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ানডে ম্যাচের সময়েই শরীর খারাপ ছিল কিংবদন্তির। তবে তা সত্ত্বেও জাতীয় দলের সঙ্গে ছিলেন তিনি।

দ্রাবিড় বেঙ্গালুরুতে ফিরে গেলেও বাকি স্কোয়াড তিরুবন্তপুরমে তৃতীয় ম্যাচ খেলার জন্য রওনা হচ্ছে। দ্রাবিড়ের বেঙ্গালুরু গামী বিমানে চড়ার দৃশ্য এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

তার আগে ভারত দ্বিতীয় ওয়ানডে জিতে সিরিজের দখল নিয়েছে। শ্রীলঙ্কার ২১৫ রান তাড়া করতে নেমে ভারত একসময় ৮৬/৪ হয়ে গিয়েছিল। সেখান থেকে হার্দিক পান্ডিয়া এবং কেএল রাহুলের ব্যাটে ভর করে ভারত ৪ উইকেটে জয় ছিনিয়ে নেয়। কেএল রাহুল ১০৩ বলে ৬৪ করে যান। কুলদীপ যাদব বাউন্ডারি হাঁকিয়ে ৪৪তম ওভারে জয় নিশ্চিত করেন। তিরুবন্তপুরমে শেষ ওয়ানডেতে ভারত নামছে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে।

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Rahul dravid health concern flies back to bengaluru amidst india vs sri lanka series