Advertisment

Rahul Dravid-KKR: বাঙালিদের প্রিয় IPL দলেই হয়তো দ্রাবিড়! বিশ্বজয়ী কোচের নতুন চাকরি প্রায় পাকা কলকাতা কানেকশনে

Team India head coach Rahul Dravid: জাতীয় দলের কোচের পদ ছেড়ে দ্রাবিড়ের নতুন চাকরি পাকা হয়ে গেল

author-image
IE Bangla Sports Desk
New Update
Dravid, KKR, দ্রাবিড়, কেকেআর,

Dravid-KKR: দ্রাবিড়ের গায়ে কেকেআরের জার্সি ওঠা কি স্রেফ সময়ের অপেক্ষা? (ছবি- টুইটার)

Rahul Dravid job: ভারতীয় সিনিয়র ক্রিকেট দলের চাকরি ছাড়ার পর, এবার এক আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে চাকরি নিতে চলেছেন রাহুল দ্রাবিড়। এমনটাই জানা গিয়েছে বিভিন্ন প্রতিবেদনে। আর, রাহুল যে ফ্র্যাঞ্চাইজির মেন্টর হতে চলেছেন, সেটা হল কলকাতা নাইট রাইডার্স। যে ফ্র্যাঞ্চাইজির মেন্টর গৌতম গম্ভীরকে দ্রাবিড়ের জায়গায় ভারতীয় দলের কোচ করতে চলেছে বিসিসিআই। ফলে, প্রতিবেদনের দাবি সত্যি হলে বলতে হবে যে গম্ভীর এবং দ্রাবিড়ের মধ্যে কার্যত পদের অদলবদল ঘটতে চলেছে।

Advertisment

বর্তমান পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার কোচ হিসেবে গৌতম গম্ভীরের নিয়োগ কার্যত পাকা। শুধু সেই নিয়োগে সিলমোহর পড়াই বাকি। এই পরিস্থিতিতে গম্ভীর ভারতীয় দলের কোচ হওয়ায় তাঁকে আইপিএলে কোচিং ছাড়তে হবে। অর্থাৎ, তিনি আর কেকেআরের কোচ থাকছেন না। ইতিমধ্যে বিদায়ী ভিডিওশ্যুটও করে ফেলেছে গম্ভীরের ব্যক্তিগত টিম। ইডেনেই হয়েছে সেই পর্ব।

পালটা, দ্রাবিড় ফাঁকা থাকায় তাঁকে ইতিমধ্যেই মেন্টর হওয়ার অফার দিয়েছে কেকেআর। কারণ, এবছরই আইপিএলের মেগা নিলাম। তার আগে কেকেআর ২০২৪ সালের আইপিএল জিতেছে। সেই খেতাব আগামী বছরও ধরে রাখতে মরিয়া ফ্র্যাঞ্চাইজির অন্যতম মালিক শাহরুখ খান। গত আইপিএলে শাহরুখই উৎসাহ নিয়ে গৌতম গম্ভীরকে মেন্টর হওয়ার প্রস্তাব দিয়েছিলেন। গম্ভীরের অধিনায়কত্বে কেকেআর দু'বার আইপিএল জিতেছে। এবার মেন্টর হিসেবেও গম্ভীর আইপিএলে সাফল্য পেলেন। যা, তাঁর শিরোপায় নতুন পালক যুক্ত করেছে। পাশাপাশি, দ্রাবিড়ের পরিবর্তে জাতীয় দলের প্রধান কোচ হওয়ার দৌড়ে বাধা দূর করেছে।

সেখানে দ্রাবিড়ের সাফল্যও নেহাত কম নয়, বরং বেশি। তাঁর কোচিংয়ে টিম ইন্ডিয়ার ছেলেরা গতবছরই একদিনের ক্রিকেট বিশ্বকাপে অপরাজিত থেকে ফাইনালে উঠেছিল। সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপে অপরাজিত থেকে চ্যাম্পিয়ন হয়েছে। তবে, শাহরুখ চেয়েছিলেন গম্ভীর আগামী ১০ বছরের জন্য কেকেআরের মেন্টর থাকুক। কিন্তু, গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার ব্যাপারে আগ্রহী। সেটা অবশ্য অন্যায় কিছু না। প্রত্যেক কোচেরই জাতীয় দলকে কোচিং করানোর বাসনা থাকে।

আরও পড়ুন- ফাইনালের ক্যাচ মোটেও জীবনের সেরা নয়! ৮ বছর আগের ‘আসল’ ক্যাচ প্রকাশ্যে আনলেন সূর্যকুমার

আর, সেই কারণেই গম্ভীর শাহরুখের হাজারো বলার পরও শোনেননি। এমনকী, গম্ভীরকে ব্ল্যাংক চেক পর্যন্ত শাহরুখ দিতে চেয়েছিলেন। কিন্তু, তারপরও গম্ভীর জাতীয় দলের কোচ হওয়ার জন্য ইন্টারভিউ দিয়েছেন। বিসিসিআই সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে প্রতিবেদনও প্রকাশিত হয়েছে যে গম্ভীরকে আনুষ্ঠানিকভাবে জাতীয় কোচ ঘোষণা করা এখন স্রেফ সময়ের অপেক্ষা। আর, তারপরই সামনে এল দ্রাবিড়কে কেকেআরের প্রস্তাবের কথা।

IPL KKR Rahul Dravid BCCI Gautam Gambhir Shah Rukh khan
Advertisment