Advertisment

Rahul Dravid: ঈশান-শ্রেয়সকে বাদ দিইনি! দায় এড়িয়ে জয় শাহদের কোর্টে বল ঠেললেন দ্রাবিড়

Rahul Dravid on Ishan Kishan, Shreyas Iyer: যেখানে জাতীয় দলে খেলা সব ক্রিকেটারেরই স্বপ্ন, সেখানে দুই ক্রিকেটার কেন নিজেদের জাতীয় দল থেকে সরিয়ে নিলেন, তার কারণ হিসেবে অনেকেই টিম ম্যানেজমেন্টকে দায়ী করছেন। আর, সেই টিম ম্যানেজমেন্টের অন্যতম মুখ টিম ইন্ডিয়ার হেডস্যার রাহুল দ্রাবিড়।

author-image
IE Bangla Sports Desk
New Update
BCCI contracts, Ishan Kishan, Shreyas Iyer, Rahul Dravid

Dravid on BCCI contracts: ঈশান-শ্রেয়সদের নিয়ে নিজের মত জানালেন রাহুল দ্রাবিড় (টুইটার)

BCCI central contracts: বিসিসিআইয়ের চুক্তি থেকে বাদ পড়েছেন ঈশান কিষান, শ্রেয়স আইয়াররা। আর, তাঁদের ঘনিষ্ঠ ও সমর্থকদের যাবতীয় রাগ গিয়ে পড়েছে টিম ইন্ডিয়ার কোচ রাহুল দ্রাবিড়ের ওপর। ঈশানরা নিজেরাও ঘুরিয়ে আঙুল তুলেছেন টিম ম্যানেজমেন্ট তথা টিম ইন্ডিয়ার কোচের দিকে। এই পরিস্থিতিতে নিজের অবস্থান স্পষ্ট করে সাফাই দিলেন দ্রাবিড়। শনিবার তিনি জানান, কার সঙ্গে চুক্তি হবে, সেটা তিনি ঠিক করেন না।

Advertisment

গত মাসেই ভারতীয় ক্রিকেটের নিয়ামক সংস্থা বিসিসিআই নতুন চুক্তির কথা ঘোষণা করেছে। আর, তাতে নাম নেই ঈশান কিষান ও শ্রেয়স আইয়ারের। দুই ক্রিকেটার জাতীয় দলের হয়ে খেলার বা সফর করার মাত্র মাস দুয়েকের মধ্যে বাদ পড়ায় ব্যাপক জল্পনা তৈরি হয়েছে। কেন তাঁরা বাদ পড়লেন, তা নিয়ে নানা রহস্য দেখা দিয়েছে। অনেকেই বলছেন, জাতীয় দল থেকে বাদ পড়ার পর দুই ক্রিকেটার বোর্ডের নির্দেশ মেনে ঘরোয়া ক্রিকেটে খেলেননি, তাই বাদ দেওয়া হয়েছে বোর্ডের চুক্তি থেকে।

কিন্তু, দুই ক্রিকেটার কেন জাতীয় দলে খেলতে চাইলেন না, তা নিয়ে জল্পনা কমেনি। যেখানে জাতীয় দলে খেলা সব ক্রিকেটারেরই স্বপ্ন, সেখানে দুই ক্রিকেটার কেন নিজেদের জাতীয় দল থেকে সরিয়ে নিলেন, তার কারণ হিসেবে অনেকেই টিম ম্যানেজমেন্টকে দায়ী করছেন। আর, সেই টিম ম্যানেজমেন্টের অন্যতম মুখ টিম ইন্ডিয়ার হেডস্যার রাহুল দ্রাবিড়। এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না যে ভারতীয় টিম থেকে বাদ পড়ার জেরেই ঈশান এবং শ্রেয়স বোর্ডের চুক্তি থেকে বিচ্ছিন্ন হয়েছেন।

আর, এই পরিস্থিতিতে দ্রাবিড় শনিবার যা শোনালেন, তাতে ঈশান ও শ্রেয়সদের জাতীয় দলে ঢোকার রাস্তা আরও কঠিন হয়ে গেল। টিম ইন্ডিয়ার হেড কোচ বলেছেন, দুই ক্রিকেটারকেই কঠোর পরিশ্রম করতে হবে। আর, নির্বাচকদের আস্থা অর্জন করতে হবে। তারপরই দুই ক্রিকেটার জাতীয় দলে ফিরতে পারেন। যার অর্থ, ঈশান এবং শ্রেয়সরা আবার জাতীয় দলের নবীনদের জায়গায় ফিরে গিয়েছেন।

আরও পড়ুন- বাংলাদেশকে কাঁদিয়ে হ্যাটট্রিক IPL-এর ৪ কোটির তারকার! শ্রীলঙ্কার কাছে সিরিজ হার টাইগারদের

এই ব্যাপারে দ্রাবিড় বলেছেন, 'আমি চুক্তির ব্যাপারটা ঠিক করি না। আমি, সেনিয়ে আলোচনাও করি না। আমি এমনকী চুক্তির কী মানদণ্ড, তা-ও জানি না। আশা করি তাঁরা (ঈশান ও শ্রেয়স) ক্রিকেট খেলবে, ফিট থাকবে এবং নির্বাচকদেরকে বাধ্য (পারফরম্যান্সের মাধ্যমে) করবে, তাঁদের বাছাই করতে।' দ্রাবিড় একথা বললেও ভারতীয় বোর্ডের প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় আগেই তাঁর মত প্রকাশ করেছেন। কয়েকদিন আগেই সৌরভ বলেছেন, 'এতদিন ধরে ঈশান আর শ্রেয়স জাতীয় দলে খেলছে। আচমকা তাঁরা অযোগ্য হয়ে গেল?'

Shreyas Iyer Rahul Dravid Ishan Kishan BCCI Indian Cricket Team
Advertisment