রবিবারেই ভারত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি২০ সিরিজের শেষ ম্যাচে খেলতে নামছে। জিতে সিরিজ ফয়সালা করাতেই আপাতত চোখ বিরাট কোহলি অ্যান্ড কোংদের। এমন অবস্থায় টিম ইন্ডিয়ায় অনুশীলনে দেখা গেল রাহুল দ্রাবিড়কে। যিনি আপাতত বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির হেড কোচের দায়িত্ব সামলাচ্ছেন। মহাতারকাকে পেয়ে বিরাটদের সংসার যেন আরও ফুরফুরে।
শুক্রবারে ভারতের অনুশীলনে দ্রাবিড়কে দেখা গেল হেড কোচ রবি শাস্ত্রীর সঙ্গে আলোচনা সারতে। পাশাপাশি দীর্ঘক্ষণ বোলিং কোচ ভরত অরুণের সঙ্গেও একান্তে আলোচনা সারলেন টিম ইন্ডিয়ার একসময়ের মিস্টার ওয়াল। ধোনিকে ছাড়াই চলতি সিরিজে খেলতে নেমেছে ভারত। নজরে রয়েছে ঋষভ পন্থের পারফরম্যান্সও। মোহালিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ব্যাট হাতে হতাশ করেছেন তিনি। ধোনির জুতোয় পা গলাতে তিনি সত্যিই পারবেন কিনা, তা দেখছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। সেই ঋষভ পন্থকেই অনেকক্ষণ পরামর্শ দিলেন দ্রাবিড়।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বর্তমান ভারতীয় স্কোয়াডের অনেকজনই কোচ দ্রাবিড়ের ছাত্র। ভারতীয়-এ এবং অনুর্ধ্ব-১৯ পর্যায়ের ক্রিকেটে এর আগে মণীশ পাণ্ডে, শ্রেয়স আইয়ার, ক্রুনাল পাণ্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহারদের আন্তর্জাতিক পর্যায়ে তুলে আনার অনেক কৃতিত্বই কোচ দ্রাবিড়ের প্রাপ্য।
দ্রাবিড়ের সঙ্গে টিম ইন্ডিয়ার আলাপচারিতার ছবি বিসিসিআই আবার পোস্ট করল নিজেদের সরকারি টুইটার হ্যান্ডলে। শাস্ত্রীর সঙ্গে ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হল, "যখন দুই গ্রেট ভারতীয় আলাপ সারেন।" যা তৎক্ষণাৎ হিট।
যাইহোক, ধর্মশালাতে প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাওয়ার পরে দ্বিতীয় ম্যাচে অনায়াসেই জিতেছে ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে জিতলেই সিরিজ পকেটে পুরবে ভারত। আগের ম্যাচে ব্য়াটে, বলে অলরাউন্ড পারফরম্যান্স করলেও শাস্ত্রী-কোহলির লক্ষ্য আরও নিখুঁত পারফরম্যান্স মেলে ধরা। সেই লক্ষ্যে দ্রাবিড়ের পরামর্শ কতটা ছাপ ফেলে কোহলিদের, সেটাই দেখার।
Read the full article in ENGLISH