Samit Dravid Cooch Behar final: বাবা টিম ইন্ডিয়ার হেডস্যার। মানে, প্রধান কোচ। খেলোয়াড় জীবনে বিশ্বখ্যাত ব্যাটার। ভারতীয় টিমে যাঁর পরিচিতি ছিল 'মিস্টার ডিপেন্ডেবল' এবং 'দ্য ওয়াল' নামে। তাঁর ছেলে সমিতও ইতিমধ্যেই বাবাকে অনুসরণ করে ২২ গজের দুনিয়ায় পা রেখেছেন। কিন্তু, ব্যাটিং নয়। ছোট দ্রাবিড় (Samit Dravid) নজর কাড়ছেন তাঁর দুর্ধর্ষ বোলিংয়ের জন্য। কর্নাটকের হয়ে এই টুর্নামেন্টে খেলছেন সমিত। তাঁর সেই দুর্দান্ত বোলিংয়ের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। কোচবিহার ট্রফির ফাইনালের প্রথম ইনিংসে নিলেন দুই উইকেট।
তাঁর বাবা রাহুল দ্রাবিড় ভারতীয় দলের হয়ে ১৬৪টি টেস্ট এবং ৩৪৪টি ওয়ান ডে খেলেছেন। বিশ্বের সেরা ব্যাটারদের একজন বলে পরিচিত রাহুল ২০১২ সালে অবসর নেন। কোচিং শুরুর আগে তিনি ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছেন। কোচিংয়ে এসে অনূর্ধ্ব-১৯ ভারতীয় দলকে ২০১৮-য় বিশ্বকাপ জিততে সাহায্য করেছেন। এরপর ২০২১-এর নভেম্বরে সিনিয়র ভারতীয় দলের নেতৃত্ব নেন। মাস দুয়েক আগে একদিবসীয় বিশ্বকাপ ক্রিকেটে টিম ইন্ডিয়াকে ফাইনালে তুলেছেন। ফাইনালে অস্ট্রেলিয়া দলের কাছে হারলেও গোটা টুর্নামেন্টে ভারতীয় দলের খেলা দর্শকদের কাছে রীতিমতো তারিফ কুড়িয়েছে।
আরও পড়ুন- জোড়া গোলে ধ্বংস ভারতের অঘটনের স্বপ্ন! অস্ট্রেলিয়ার কাছে হেরে গিয়েও কলার তুললেন সুনীলরা
তবে, বাবার পরিচিতিতে নয়। ভারতীয় জাতীয় দলের হেড কোচের ছেলে সমিত কিন্তু, ইতিমধ্যেই ক্রিকেট বিশেষজ্ঞদের তারিফ কুড়োতে শুরু করেছেন। বছর ১৮-র অলরাউন্ডার মুম্বইয়ের বিপক্ষে ফাইনালে পেস বোলিংয়ে তাঁর দক্ষতা প্রদর্শন করেছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X (আগের টুইটার)-এ এক ভক্ত সমিতের বোলিং অ্যাকশনের একটি ভিডিও পোস্ট করেছেন। ফাইনালে কর্ণাটক দলের ফার্স্ট চেঞ্জ বোলার সমিত ১৯ ওভার বোলিং করেছেন। দুটি উইকেট নিয়েছেন। ম্যাচে বিপজ্জনক হতে চলা আয়ুশ শচীন ভার্তককে ৭৩ রানে আউট করেছেন। উইকেটরক্ষক-ব্যাটার প্রতীক যাদবকে ৩০ রানে আউট করেছেন। যার সুবাদে মুম্বইয়ের প্রথম ইনিংস ৩৮০ রানে শেষ হয়েছে।
আরও পড়ুন- দুর্ঘটনায় হারিয়েছেন পা! চা বিক্রি করেই ক্রিকেটে বিশ্বজয়ের স্বপ্ন সালকিয়ার রমেশের
এবার দর্শকদের মনোযোগ ঘুরে গিয়েছে কর্ণাটকের ব্যাটিংয়ের দিকে। কারণ, ব্যাটিং অর্ডারে ৬ নম্বরে নামবেন সমিত। এবারের কোচবিহার ট্রফিতে ইতিমধ্যেই সমিত ৭ ম্যাচে ৩৭.৭৮ গড়ে ৩৪০ রান করেছেন। দলের হয়ে ১৪টি উইকেটও নিয়েছেন। সমিতের এই পারফরম্যান্স দেখে, অনেকেই প্রশ্ন তুলেছেন, রাহুলই কি তাহলে তাঁর ছেলেকেও কোচিং করাচ্ছেন? তাঁর খেলোয়াড় জীবনে ২২ গজে ধেয়ে আসা বলগুলোর মত এই প্রশ্নও স্ট্রেট ব্যাটেই সামলেছেন রাহুল। আফগানিস্তানের বিরুদ্ধে ভারতের প্রথম টি২০-র আগে একটি সাক্ষাৎকারে রাহুল দ্রাবিড় সহাস্যে বলেন, 'আমি আমার ছেলে সমিতকে কোচিং দিই না। কারণ, দুটি ভূমিকা (একজন অভিভাবক এবং একজন প্রশিক্ষক) একসঙ্গে পালন করা কঠিন। আমি একজন বাবা হতে পেরেই খুশি। আমি নিজেও জানি না, আমি সেই ভূমিকায় কতটুকু কী করেছি।'