Advertisment

Samit Dravid in India U19 squad: সরাসরি জাতীয় দলে সুযোগ দ্রাবিড়ের পুত্র সমিতকে! টিম ইন্ডিয়ায় ফের শুরু দ্রাবিড় সভ্যতা

Samit Dravid in India U19 squad: বাবাকে গর্বিত করলেন পুত্র, টিম ইন্ডিয়ায় সুযোগ পেয়ে গেলেন দ্রাবিড়ের পুত্র সমিত। টিম ইন্ডিয়ায় ফের শুরু দ্রাবিড় সভ্যতা। ঝড় তোলা আপডেট এল শনিবার সাত সকালেই।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
Samit Dravid in India U19 squad, রাহুল দ্রাবিড়, সমিত দ্রাবিড়

ভারতের অনুর্ধ্ব-১৯ দলে সুযোগ পেলেন সমিত দ্রাবিড় (টুইটার)

Samit Dravid, India u-19 vs Australia u-19: বাবার পথেই এগোচ্ছেন রাহুল দ্রাবিড় পুত্র সমিত দ্রাবিড়। এবার জাতীয় দলের বৃত্তে ঢুকে পড়লেন তিনি। মহারাজা ট্রফির পরেই বড় আপডেট এল সরাসরি। সমিত দ্রাবিড় জায়গা করে নিয়েছেন ভারতের অনুর্ধ্ব-১৯ স্কোয়াডে।

Advertisment

পুদুচ্চেরি এবং চেন্নাইয়ে অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে ভারত ওয়ানডে এবং চারদিনের ম্যাচ খেলবে। দুই স্কোয়াডেই জায়গা করে নিয়েছেন দ্রাবিড়-পুত্র। সিরিজে তিনটে ওয়ানডে এবং দুটো চার-দিনের ম্যাচ খেলা হবে।

আমার লেভেলে আসতে বহু দেরি গিলের! কোহলির গলায় 'নকল' বিস্ফোরণ, আসল কাহিনী প্রকাশ্যে

ঘরোয়া ক্রিকেটে রানের মধ্যেই ছিলেন দ্রাবিড়-পুত্র। সম্প্রতি মহারাজা ট্রফিতে তাঁর বিগ হিট করার ক্ষমতা নজর কেড়ে নিয়েছিল। খেলেছিলেন মাইশোর ওয়ারিয়র্স-এর হয়ে। ৭ ইনিংসে ব্যাট হাতে ১১৪ স্ট্রাইক রেটে ৮২ রান করেছিলেন। যদিও তাঁর বল করার সক্ষমতা যাচাই করা হয়নি মহারাজা ট্রফিতে।

ধোনির হাত ধরে টিম ইন্ডিয়ায় অভিষেক! আচমকা অবসরের সিদ্ধান্ত সুপারস্টারের

মহারাজাতে সেভাবে নজর কাড়তে না পারলেও কর্ণাটককে কোচবিহার ট্রফিতে বিজয়ী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। অনুর্দ্ধ-১৯ পর্যায়ের চার দিনের ফরম্যাটের এই ক্রিকেটে সমিত ৮ ম্যাচে ৩৬২ রান করার পাশাপাশি ১৬ উইকেট নিয়েছিলেন। মুম্বইয়ের বিপক্ষে ফাইনালেও দুই উইকেট শিকার করেন। ভারতের অনুর্ধ্ব-১৯ দলের চার-দিনের ম্যাচের ক্যাপ্টেন সোহম পটবর্ধন। এবং ওয়ানডে ম্যাচে দলকে নেতৃত্ব দেবেন মহম্মদ আমান।

আরও পড়ুন-রোহিত শর্মার জন্য ৫০ কোটির স্পেশ্যাল প্যাকেজ? বিস্ফোরক জল্পনায় সরাসরি মুখ খুললেন সঞ্জীব গোয়েঙ্কা

অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ স্কোয়াড:

রুদ্র প্যাটেল (VC)(GCA), সাহিল পারখ (MAHCA), কার্তিকেয় KP (KSCA), মোহম্মদ আমান (C) (UPCA), কিরণ চোরমলে (MAHCA), অভিজ্ঞান কুন্ডু (WK) (MCA), হরবংশ সিং পাঙ্গালিয়া (WK) (SCA), সমিত দ্রাবিড় (KSCA), যুধাজিৎ গুহ (CAB), সমর্থ এন (KSCA), নিখিল কুমার (UTCA), চেতন শর্মা (RCA), হার্দিক রাজ (KSCA), রোহিত রাজাওয়াত (MPCA), মোহাম্মদ এনান ( কেসিএ)

টেবিল ফ্যান দিয়ে মাঠ শুকানোর চেষ্টা, ভারতের মাঠ নিয়ে বড় অভিযোগ আফগানিস্তান ক্রিকেট দলের

অস্ট্রেলিয়া যুব দলের বিরুদ্ধে চার দিনের সিরিজের জন্য ভারতের অনুর্ধ্ব-১৯ স্কোয়াড:

বৈভব সূর্যবংশী (বিহার সিএ), নিত্য পান্ড্য (বিসিএ), বিহান মালহোত্রা (ভিসি) (পিসিএ), সোহম পাটবর্ধন (সি) (এমপিসিএ),  কার্তিকেয় কে পি (কেএসসিএ), সামিত দ্রাবিড় (কেএসসিএ), অভিজ্ঞান কুন্ডু (ডব্লিউকে) (এমসিএ) , হরবংশ সিং পাঙ্গালিয়া (WK) (SCA), চেতন শর্মা (RCA), সমর্থ এন (KSCA), আদিত্য রাওয়াত (CAU), নিখিল কুমার (UTCA), আনমোলজিৎ সিং (PCA), আদিত্য সিং (UPCA), মোহাম্মদ এনান (KCA)

Read the full article in ENGLISH

Team India India Cricket Team Cricket News Rahul Dravid
Advertisment