/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/08/image19_copy_1200x675.jpg)
Rahul Dravid son Samit Dravid: মহারাজা ট্রফিতে দুর্ধর্ষ ছক্কা দ্রাবিড় পুত্র সমিতের (টুইটার)
Rahul Dravid son Samit Dravid hit six: কর্ণাটকে চলছে মহারাজা টি২০ ট্রফি। ১৫ অগাস্ট থেকে শুরু হয়েছে কুড়ি কুড়ি ফরম্যাটের এই টুর্নামেন্ট। শুক্রবারই খেলা হল টুর্নামেন্টের চতুর্থ ম্যাচ। যেখানে মুখোমুখি হয়েছিল মাইশোর ওয়ারিয়র্স এবং বেঙ্গালুরু ব্লাস্টার্স। এই ম্যাচেই কিংবদন্তি ভারতীয় রাহুল দ্রাবিড়ের পুত্র সমিত দ্রাবিড়কে ব্যাট হাতে মারমুখী মেজাজে দেখা গেল। ক্রিজে বেশিক্ষণ টেকেননি। তবে তাঁর বিশাল ছক্কা যেভাবে মাঠের বাইরে আছড়ে পড়ল, সেটাই আপাতত চর্চার রসদ জুগিয়েছে।
ম্যাচে বেঙ্গালুরু ব্লাস্টার্স টসে হেরে প্রথমে বোলিং করছিল। বৃষ্টির কারণে ম্যাচ ১৮ ওভারে কমিয়ে আনা হয়েছিল। মাইশোর প্ৰথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ১৮২/৬ তুলে ফেলে। মনোজ ভানদাগে ৩৩ বলে ৫৮ করে যান। মাইশোরের জার্সিতেই মাঠে নামেন সমিত দ্রাবিড়। তবে ৭ বলে ৭ রানের বেশি করতে পারেননি। তবে স্বল্প এই ইনিংসেই ছক্কা হাঁকিয়ে নিজের জাত চেনান কিংবদন্তি পুত্র।
ব্যাটিং অর্ডারের চার নম্বরে নেমেছিলেন সমিত। আউট হন সপ্তম ওভারে। গনেশ্বর নভিনের শর্ট বলে লম্বা ছক্কা হাঁকান লং অনের ওপর দিয়ে। সেই ছক্কার সময় দেখা যায় গোটা দল হাততালি দিয়ে চিয়ার আপ করছেন দ্রাবিড় পুত্রকে।
ದ್ರಾವಿಡ್ ಸರ್ ಮಗ ಗುರು ಇವ್ರು..🤯🔥
ಈ ಸಿಕ್ಸ್ ಗೆ ಒಂದು ಚಪ್ಪಾಳೆ ಬರ್ಲೇಬೇಕು..👏👌
📺 ನೋಡಿರಿ Maharaja Trophy KSCA T20 | ಬೆಂಗಳೂರು vs ಮೈಸೂರು | LIVE NOW #StarSportsKannada ದಲ್ಲಿ#MaharajaTrophyOnStar@maharaja_t20pic.twitter.com/ROsXMQhtwO— Star Sports Kannada (@StarSportsKan) August 16, 2024
এই নিয়ে মহারাজা ট্রফিতে দ্বিতীয়বার ব্যাট হাতে নামলেন সমিত দ্রাবিড়। তবে আগের ম্যাচেও মাত্র ৭ রানে আউট হয়ে গিয়েছিলেন। সমর্থকরা চাইছেন দ্রুত মাঠে ব্যাট হাতে ছন্দে ফিরুক তিনি।
যাইহোক, স্কোরবোর্ডে মাইশোর ওয়ারিয়র্স বড় রানা খাড়া করলেও সেই রান পেরিয়ে যেতে বেঙ্গালুরুর সমস্যা হয়নি। ১৭.১ ওভারে ৫ বল এবং ৪ উইকেট হাতে নিয়ে লক্ষ্যে পৌঁছে যায় বেঙ্গালুরুর। ২৪ বলে ৫১ করে যান ভুবন রাজু।