বন্ধু দ্রাবিড় এবার জাতীয় দলের হেড কোচ! উচ্ছ্বাস চেপে রাখতে পারলেন না সৌরভ

এর আগে মহাতারকাকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দেখা গিয়েছে শ্রীলঙ্কা সফরে। সেই সময় দ্বিতীয় সারির ভারতীয় দল নিয়ে দ্বীপরাষ্ট্রে গিয়েছিলেন দ্রাবিড়।

এর আগে মহাতারকাকে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দেখা গিয়েছে শ্রীলঙ্কা সফরে। সেই সময় দ্বিতীয় সারির ভারতীয় দল নিয়ে দ্বীপরাষ্ট্রে গিয়েছিলেন দ্রাবিড়।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

পুরোনো সতীর্থ দ্রাবিড় কোচ হয়েছেন ভারতের জাতীয় দলের। আর দ্রাবিড়কে কোচ হতে রাজি করার অনেকটাই কৃতিত্ব প্রাপ্য সৌরভের।

Advertisment

জানা গিয়েছে, প্রাথমিকভাবে জাতীয় দলের কোচ হতে ইচ্ছুক ছিলেন না মহাতারকা। দীর্ঘদিন পরিবার ছেড়ে কাটাতে হবে বলে। তবে বোর্ড সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায় এবং সচিব জয় শাহ অনেক বুঝিয়ে দ্রাবিড়কে কোচ হতে রাজি করেন। আইপিএল চলাকালীনই গত মাসে দুবাইয়ে সেই বোঝানোর প্রক্রিয়া সম্পন্ন হয়। তারপরে দ্রাবিড়ের জাতীয় দলের কোচ হওয়া ছিল সময়ের অপেক্ষা। সেই ঘোষণাই হল বুধবার।

আরও পড়ুন: দ্রাবিড়ই কোচ টিম ইন্ডিয়ার! বিশ্বকাপের মাঝে বিশাল ঘোষণা সৌরভের বোর্ডের

Advertisment

আর সরকারিভাবে বোর্ডের তরফে দ্রাবিড়ের নাম কোচ হিসেবে ঘোষণা করার সঙ্গেই সৌরভের প্রতিক্রিয়া মেলে। বোর্ডের পাঠানো বিবৃতিতে সৌরভ বলেছেন, "জাতীয় দলের হেড কোচ হিসেবে বোর্ড স্বাগত জানাচ্ছে দ্রাবিড়কে। দীর্ঘদিন আন্তর্জাতিক স্তরে ক্রিকেট খেলা দ্রাবিড় ক্রিকেটের অন্যতম সেরা তারকা। সাফল্যের সঙ্গে দ্রাবিড় এনসিএ-তেও কাজ করেছে। এনসিএ তরুণ ক্রিকেটারদের আন্তর্জাতিক স্তরে পরিচিতি পেতেও সাহায্য করেছে দ্রাবিড়। ওঁর কোচিংয়ে জাতীয় দল যে সাফল্যের নতুন শৃঙ্গ ছোঁবে, সেই বিষয়ে আমি নিশ্চিত।"

আরও পড়ুন: অশ্বিন কেন বারবার বাদ, তদন্ত করুক সৌরভরা! বিস্ফোরক আর্জি বেঙ্গসরকারের

সৌরভের সঙ্গেই দ্রাবিড়ের কোচ নিয়োগে উচ্ছ্বসিত সচিব জয় শাহ, "দ্রাবিড়কে কোচের পদে দেখে দারুণ লাগছে। হেড কোচ হওয়ার জন্য ওঁর থেকে যোগ্য আর কেউ হতে পারেন না। সামনের দুই বছরে জোড়া বিশ্বকাপ। তার আগে পালাবদলের এই প্রক্রিয়া মসৃণভাবে হওয়া দরকার ছিল। আর দ্রাবিড়ই এই দায়িত্বের জন্য একদম উপযুক্ত ব্যক্তি। অনুর্দ্ধ-১৯ এবং ইন্ডিয়া-এ দলের কোচিং করানোর পরে কোচ দ্রাবিড়েরও এমন উত্তোরণের প্রয়োজন ছিল। আমার এই বিষয়ে কোনও সন্দেহ নেই, দ্রাবিড়ের কোচিংয়ে ভারত তিন ফরম্যাটেই রাজত্ব করবে। বোর্ডের তরফে খুব শীঘ্রই সাপোর্ট স্টাফদের নাম ঘোষণা করা হবে।"

এর আগে জাতীয় দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসাবে দেখা গিয়েছে শ্রীলঙ্কা সফরে। সেই সময় দ্বিতীয় সারির ভারতীয় দল নিয়ে দ্বীপরাষ্ট্রে গিয়েছিলেন দ্রাবিড়। ২০১৯ থেকে এনসিএ-র ডিরেক্টর ছিলেন মহাতারকা। তারও আগে যুব দলের দায়িত্বে ছিলেন তিনি।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

BCCI Sourav Ganguly Indian Cricket Team Rahul Dravid