Advertisment

মন্দ-ভাগ্য কোহলিদের ছাড়ছে না! হয়তো বাতিলের পথে প্রথম টি টোয়েন্টি

বিশ্বকাপ থেকে বিদায়ের পরে শনিবারেই ভারত প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে। এই সিরিজের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া, মহেন্দ্র সিং ধোনির মতো তারকা ক্রিকেটারদের।

author-image
IE Bangla Web Desk
New Update
TEAM INDIA

টিম ইন্ডিয়াকে তাড়া করছে বৃষ্টি ভাগ্য (ফেসবুক)

বিশ্বকাপ থেকে বৃষ্টি-ভাগ্য তাড়া করছে টিম ইন্ডিয়াকে। সেমিফাইনালে ভারতের হারের নেপথ্যেও অনেকে বৃষ্টিকে দায়ী করে থাকেন। তবে বিশ্বকাপ শেষ হয়ে গেলেও বৃষ্টি রয়ে গিয়েছে জাতীয় দলের সঙ্গে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফ্লোরিডায় প্রথম টি টোয়েন্টি ম্যাচেও থাবা বসাতে পারে বৃষ্টি। এমনটাই বলছে স্থানীয় আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, শনিবারে বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। বেশ কয়েকদিন ধরে আবহাওয়া মেঘাছন্ন। শনিবারেও কোনও ব্যতিক্রম নেই। এখনও আকাশ ঢেকে কালো মেঘে। জানা গিয়েছে, সকালে বৃষ্টিপাতের সম্ভবনা ৯৫ শতাংশ।

Advertisment

এর অর্থ পরিষ্কার। দুই ইনিংস মিলিয়ে পুরো ৪০ ওভার ক্রিকেট খেলার সম্ভবনা খুবই কম। আইসিসির নিয়ম অনুযায়ী, টি টোয়েন্টি ম্যাচে কমপক্ষে দুই দলকে প্রতিটি ইনিংসে ন্যূনতম ৫ ওভার করে খেলতেই হবে। এর ব্যতিক্রম হলেই ম্যাচ পরিত্যক্ত বলে ঘোষণা করা হবে।

আরও পড়ুন মাঠে নামার আগেই ‘হার’ কোহলির! ঐতিহাসিক রেকর্ড ছারখার ‘চিরশত্রু’র ব্যাটে

পিচঃ ফ্লোরিডার সেন্ট্রাল পার্কের পিচ বরাবরই ব্যাটসম্যানদের সহায়ক। ওয়েস্ট ইন্ডিজ দলে বিগ হিটার রয়েছে। সীমিত ওভারের ক্রিকেটে ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা বরাবরই ভয়ঙ্কর। খেলা হবে, সেই ক্যারিবিয়ান বোলারদের শান্ত রাখাই ভারতের বোলারদের কাছে চ্যালেঞ্জ।

বিশ্বকাপ থেকে বিদায়ের পরে শনিবারেই ভারত প্রথম আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে চলেছে। এই সিরিজের জন্য বিশ্রামে পাঠানো হয়েছে জসপ্রীত বুমরা, হার্দিক পাণ্ডিয়া, মহেন্দ্র সিং ধোনির মতো তারকা ক্রিকেটারদের। শ্রেয়স আইয়ার, মণীশ পাণ্ডে বিশ্বকাপে সুযোগ পাননি। তাঁদের আবার ফেরানো হয়েছে।

Read the full article in ENGLISH

cricket West Indies
Advertisment