/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/08/ravindra-jadeja_.jpg)
রবীন্দ্র জাদেজা (টুইটার)
প্রথম ওয়ান ডে বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। দ্বিতীয় ওয়ান ডে-ও কি ধুয়ে যেতে চলেছে বৃষ্টিতে? সম্ভবনা সেদিকেই এগোচ্ছে। গায়ানায় প্রথম ম্যাচে থাবা বসিয়েছিল বৃষ্টি। বিলম্বিত শুরুর পরেও বৃষ্টির জন্য় খেলা বন্ধ হয় মাঝপথে। ঠিক হয় ১০ ওভার কমিয়ে ৪০ ওভারে ম্য়াচ করা হবে। এরপর আবার বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় ম্য়াচ রেফারির সিদ্ধান্ত নেন যে, খেলা হবে ৩৪ ওভারের। কিন্তু ১৩ ওভারের পরেই বৃষ্টির জন্য় সরকারি ভাবে ম্য়াচ বাতিল ঘোষণা করা হয়। এই ম্য়াচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন কোহলি। ক্য়ারিবিয়ানরা ১৩ ওভার ব্য়াট করে এক উইকেট হারিয়ে ৫৪ রান তুলেছিল স্কোরবোর্ডে।
গায়ানার বৃষ্টিই এবার তাড়া করছে পোর্ট অফ স্পেনে। অ্যাকুওয়েদার বলছে, সকাল থেকে বিকেল মেঘলা আবহাওয়া থাকবে পোর্ট অফ স্পেনে। তবে মেঘলা হলেও বৃষ্টির সম্ভবনা কম। সকালে ২০ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেলে অবশ্য বৃষ্টির সম্ভাবনা কমে দাঁড়াবে ৭ শতাংশে। তাই ক্রিকেট প্রেমীদের জন্য সুখবর, বৃষ্টি হলেও তা সম্ভবত ম্যাচ পুরোপুরি ভেস্তে দিতে পারবে না।
Just been that kind of a day ????️????️
The Hitman finding some space for fun as he rushed indoors for practice in Trinidad ???????? #TeamIndia#WIvINDpic.twitter.com/gBpVe3EOMZ— BCCI (@BCCI) August 10, 2019
When rain does not play spoilsport - #TeamIndia sweat it out indoors before the 2nd ODI against West Indies #WIvIND ???????? pic.twitter.com/8aidzXHmTF
— BCCI (@BCCI) August 10, 2019
আরও পড়ুন
পুরো ম্যাচের প্রত্যাশায় ভারত, নজরে মিডল অর্ডার
বৃষ্টির কারণে শনিবার ইন্ডোরে অনুশীলন করেছে ভারতীয় দল। বিসিসিআইয়ের তরফে টিম ইন্ডিয়ার টুইটার হ্যান্ডলে অনুশীলনের ছবি পোস্ট করা হয়েছিল। সেখানেই রোহিত শর্মাকে ছাতা হাতে দেখা গিয়েছিল।
যাইহোক, দ্বিতীয় ওয়ান ডে-তে পুরো ফোকাস থাকছে ভারতের মিডল অর্ডার নিয়ে। চোট পাওয়ার পরে শিখর ধাওয়ান ওয়ান ডে-র প্রত্যাবর্তনে কেমন খেলেন কিংবা শ্রেয়স আইয়ারের মতো তারকা জাতীয় দলে খেলার জন্য কতটা প্রস্তুত, তার ইঙ্গিত মিলবে পোর্ট অফ স্পেনের কুইন্স পার্ক ওভাল। তিন সিমার- খলিল আহমেদ, ভুবনেশ্বর কুমার কিংবা মহম্মদ শামি, কোনও একজনকে বসিয়ে জায়গায় খেলানো হতে পারে যুজবেন্দ্র চাহালকে।
Read the full article in ENGLISH