বাজেট ৩০০ কোটি! ভারতেই হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম

আহমেদাবাদে রয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এবার রাজস্থানের জয়পুর নির্মিত হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। বাজেট ৩০০ কোটি টাকা।

আহমেদাবাদে রয়েছে বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম। এবার রাজস্থানের জয়পুর নির্মিত হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম স্টেডিয়াম। বাজেট ৩০০ কোটি টাকা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

খরচ ৩০০ কোটি টাকা। এবার বিপুল অর্থে বিশ্বের তৃতীয় বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে গড়তে চলেছে রাজস্থান ক্রিকেট একাডেমি। এমনটাই জানা গেল এবার।

Advertisment

গুজরাটের সর্দার প্যাটেল স্টেডিয়াম আগেই বিশ্বের বৃহত্তম স্টেডিয়ামের তকমা ছিনিয়ে নিয়েছে। মেলবোর্নে রয়েছে দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়াম। আহমেদাবাদ স্টেডিয়ামে র দর্শকসংখ্যা ১ লক্ষ ৩২ হাজার। মেলবোর্নের একসঙ্গে ১ লাখের বেশি দর্শক খেলা দেখতে পারেন একসঙ্গে। এই তালিকতেই তৃতীয় স্থানে নাম লেখাতে চলেছে জয়পুর ক্রিকেট স্টেডিয়াম। যেখানে একসঙ্গে ৭৫ হাজার দর্শক খেলা দেখতে পারবেন। রাজস্থান ক্রিকেট সংস্থার প্রেসিডেন্ট বৈভব গেহলত জানিয়েছেন, আড়াই বছরের মধ্যেই জয়পুর-দিল্লি হাইওয়ের ধারে চম্প গ্রামে স্টেডিয়ামের নির্মাণকাজ শেষ হবে।

আরো পড়ুন: শিক্ষকতার চাকরিতে আবেদন শচীনের ছেলে ধোনির! সরাসরি থানায় দায়ের FIR

Advertisment

তিনি জানিয়েছেন, "এই স্টেডিয়াম হতে চলেছে বিশ্বের তৃতীয় বৃহত্তম। ৭৫ হাজার দর্শক একসঙ্গে বসে ক্রিকেট উপভোগ করতে পারবেন। দুটো পর্যায়ে স্টেডিয়ামের নির্মাণ সম্পন্ন হবে- প্রথম পর্যায়ে ১ লক্ষ ৪০ হাজার দর্শকাসন বিশিষ্ট নির্মাণ শেষ হবে যেখানে ১১টি খেলার পিচ, দুটো প্র্যাকটিস গ্রাউন্ড, একটা ক্রিকেট একাডেমি, একটা হোস্টেল, পার্কিং ফেসিলিটি, স্পোর্টস ক্লাব, হোটেল এবং জিম থাকবে।"

জয়পুর ডেভেলপমেন্ট অথরিটি-র কমিশনার গৌরব গয়াল জানিয়েছেন, দুটো পর্যায়ের নির্মাণ সম্পন্ন হতে মোট ৫ বছর লাগবে। রাজস্থান ক্রিকেট সংস্থার এক কর্তা জানিয়েছেন, পরিকাঠামোগত উন্নয়নের খাতে বিসিসিআইয়ের থেকে ১০০ কোটি টাকা পাবে রাজ্য এই ক্রিকেট সংস্থা। বাকি টাকা ব্যাঙ্ক লোন বাবদ নেওয়া হবে। স্টেডিয়ামের জন্য জয়পুর ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে জমির লিজ হস্তান্তর করা হয়েছে রাজস্থান ক্রিকেট সংস্থাকে।ক্রিকেট সংস্থার তরফেই নির্মাণের জন্য টেন্ডার ডাকা হবে শীঘ্রই। সেপ্টেম্বরের শুরু থেকেই নির্মাণ চালু হয়ে যাবে। এমনটাই জানা গিয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

cricket BCCI Cricket News